TVS Jupiter-এর এরকম সুন্দর রূপ দেখেননি আগে, নতুন স্পেশ্যাল এডিশন মডেলে বিশেষ কী আছে?

ভারতের মোটরসাইকেল বাজারে TVS দিনের পর দিন যে নিজেদের অবস্থান আরও দৃঢ় করছে তার আভাস মিলল নতুন ভাবে। সংস্থার বেস্ট সেলিং...
techgup 27 Sept 2022 1:06 PM IST

ভারতের মোটরসাইকেল বাজারে TVS দিনের পর দিন যে নিজেদের অবস্থান আরও দৃঢ় করছে তার আভাস মিলল নতুন ভাবে। সংস্থার বেস্ট সেলিং স্কুটার Jupiter সম্প্রতি ৫০ লক্ষ বিক্রির মাইলফলক স্পর্শ করেছে। আর এই কৃতিত্বকে স্মরণীয় করে রাখতে এক অভিনব পন্থা নিয়েছে সংস্থাটি। কিছু দিন আগেই Jupiter Classic Celebratory এডিশন নিয়ে হাজির হয়েছে তারা। সাধারণ মডেলের তুলনায় আরও সুন্দর দেখতে এই স্পেশ্যাল এডিশন মডেল। দাম (এক্স শোরুম) ধার্য করা হয়েছে ৮৫,৮৬৬ টাকা। রিগাল পার্পেল ও মিস্টিক গ্রে রঙের বিকল্পে উপলব্ধ হবে এটি।

সাধারণ জুপিটার ১১০ ক্লাসিক-এর থেকে বেশ খানিকটা আলাদা এটি। নতুম স্টাইলিং এলিমেন্টের পাশাপাশি যুক্ত হয়েছে বেশ কিছু নতুন ফিচার। তবে ব্রেকিং সিস্টেম, সাসপেনশন কিংবা ইঞ্জিনে কোনরকম কাটাছেঁড়া করা হয়নি। বাহ্যিক পরিবর্তনগুলির মধ্যে প্রথমেই চোখে পড়বে এর কালো রঙের মিরর, ভাইজার ও ফেন্ডার। সামনে রয়েছে কালো রঙের থ্রিডি লোগো।

এছাড়া, Jupiter Classic Celebratory এডিশনে ডায়মন্ড কাট অ্যালয় হুইল, হ্যান্ডেল বার এন্ড, লেদারেডের সিট, সাথে ব্যাক রেস্ট ও গাঢ় খয়েরী রঙের ইনার প্যানেল-সহ এসেছে। উপরন্তু দেওয়া হয়েছে নতুন ধরনের স্পিডোমিটার ও ইউএসবি চার্জার। অতিরিক্ত সেফটি ফিচার হিসাবে রয়েছে লকিং সিস্টেম, ডিস্ক ব্রেক ও ইঞ্জিন বন্ধ করার সুইচ।

ইঞ্জিনের বৈশিষ্ট্যের দিকে নজর দিলে দেখা যাবে জুপিটার ক্লাসিককে চালিকা শক্তি যোগায় ১১০ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭৫০০ আরপিএম গতিতে ৭.৮ বিএইচপি শক্তি ও ৫৫০০ আরপিএম গতিতে ৮.৮ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। সাথে রয়েছে দুই ধরনের রাইডিং মোড - ইকো এবং পাওয়ার। ব্রেকিং সিস্টেম সামলাতে উভয় দিকেই ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে। সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে তিন ধাপযুক্ত গ্যাস চার্জড শক অ্যাবজর্ভার রয়েছে।

Show Full Article
Next Story