2022-এর জানুয়ারিতে বিপুল বিক্রি Tata-র, ভারতে সংস্থার তিনটি বেস্ট সেলিং গাড়ির নাম জেনে নিন

গত বছরের ডিসেম্বরে Hyundai-কে পেছনে ফেলে যাত্রী গাড়ি বিক্রিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল Tata Motors। যদিও নতুন বছর শুরু হতেই সংস্থাটি ফের তৃতীয় স্থানে নেমে…

গত বছরের ডিসেম্বরে Hyundai-কে পেছনে ফেলে যাত্রী গাড়ি বিক্রিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল Tata Motors। যদিও নতুন বছর শুরু হতেই সংস্থাটি ফের তৃতীয় স্থানে নেমে যায়। তবুও ২০২২-এর জানুয়ারি ছিল Tata-র জন্য একটি সৌভাগ্যপূর্ণ মাস। কারণ জানুয়ারিতে টাটার ইতিহাসে এক মাসে সর্বোচ্চ পরিমাণ যাত্রী গাড়ি বিক্রি হয়েছে৷ ভারতে তাদের ৪০,৭৮০টি যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে, যার ফলে ব্যবসার বৃদ্ধি ঘটেছে শতকরা ৫১.১ শতাংশ। এই প্রতিবেদনে দেখে নেব সংস্থার কোন মডেলের গাড়িগুলি বিক্রিতে এগিয়ে রয়েছে।

Tata Nexon

বিগত কয়েক মাস ধরে টাটা নেক্সন (Tata Nexon) নিজের বিক্রি বাড়িয়ে চলেছে। বছরের প্রথম মাসে এর বিক্রির পরিমাণ ছিল ১৩,৮১৬ ইউনিট। গত বছরের তুলনায় যা শতকরা ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর জানুয়ারিতে এর বেচাকেনার সংখ্যা ছিল ৮,২২৫ টি। তবে দেশে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় এর পেট্রোল মডেলের পাশাপাশি ইলেকট্রিক ভার্সনটির বিক্রিও তাৎপর্যপূর্ণ হারে বেড়েছে।

Tata Punch

গত বছর অক্টোবরে লঞ্চ হয়েছে সংস্থার সাব কম্প্যাক্ট এসইউভি গাড়িটি। সংস্থার বিক্রিবাটা বৃদ্ধিতে টাটা পাঞ্চ (Tata Punch)-এর অবদান রয়েছে চোখে পড়ার মতো। বিক্রির নিরিখে সংস্থার যাত্রীবাহী গাড়ির মধ্যে এটি রয়েছে দ্বিতীয় স্থানে। জানুয়ারিতে টাটা ১০,০২৭ টি পাঞ্চ বেচাকেনা করেছে। উল্লেখ্য, ভারতীয় যানবাহনের মধ্যে এটি হল সর্বাধিক নিরাপত্তার তকমা প্রাপ্ত গাড়ি। এছাড়াও দেশের সর্বাধিক বিক্রিত সেরা দশটি গাড়ির মধ্যে এটি জায়গা করে নিয়েছে।

Tata Tiago

২০২২-এর জানুয়ারিতে টাটা টিয়াগো (Tata Tiago)-র বিক্রিতে ২৫% পতন ঘটলেও, এটি এবার তৃতীয় স্থানটি দখল করেছে। এন্ট্রি-লেভেল মডেলের গাড়িটি গত মাসে ৫,১৯৫ সংখ্যক বিক্রি হয়েছে। গত বছর যা ছিল ৬,৯০৯। তবে সদ্য লঞ্চ হওয়া এর সিএনজি ভার্সনটির হাত ধরে টিয়াগোর বিক্রিতে উত্থান দেখা যাবে বলেই অনুমান করা হচ্ছে।