Nikon বাজারে আনল নতুন ক্যামেরা, ফ্রিতে পাবেন 128GB কার্ড ও এক্সট্রা ব্যাটারি

Nikon আজ ভারতে তাদের লেটেস্ট মিররলেস ইমেজিং মাস্টারপিস Nikon Z 8 লঞ্চ করেছে। নয়া এই ক্যামেরায় সেগমেন্টের সেরা কয়েকটি...
techgup 25 May 2023 7:37 PM IST

Nikon আজ ভারতে তাদের লেটেস্ট মিররলেস ইমেজিং মাস্টারপিস Nikon Z 8 লঞ্চ করেছে। নয়া এই ক্যামেরায় সেগমেন্টের সেরা কয়েকটি এআই ফিচার রয়েছে। Nikon বলছে, এই প্রোডাক্টটি ইউনিক রিসার্চ ও ইঞ্জিনিয়ারিংয়ের ফসল। ক্যামেরাটি ১২৫ মিনিট 4K UHD এবং ৯০ মিনিট 8K UHD ভিডিও রেকর্ড করতে পারবে। আসুন এর দাম ও বিশেষত্ব জেনে নেওয়া যাক।

Nikon Z 8 ক্যামেরার দাম

নিকন জেড৮ ক্যামেরাটি ২০২৩ সালের ২৫ মে থেকে ভারতের নিকন আউটলেটের মাধ্যমে পাওয়া যাবে, যার দাম ৩,৪৩,৯৯৫ টাকা। সীমিত সময়ের অফার হিসেবে নিকন ইন্ডিয়া নিকন জেড৮-এর সঙ্গে ১২৮ জিবি সিএফপ্রাইজ কার্ড এবং অতিরিক্ত রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি (এন-ইএল১৫সি) দিচ্ছে।

Nikon Z 8 ক্যামেরার বিশেষত্ব

Nikon বলেছে, "আমরা সর্বাধুনিক হাইব্রিড ক্যামেরা Nikon Z 8 লঞ্চ করতে পেরে আনন্দিত। এটি ইমেজিংয়ের একটি পাওয়ার হাউস, যা কম্প্যাক্ট এবং পোর্টেবল। এটিতে ১২-বিট ইন্টারনাল ৮কে ভিডিও রেকর্ডিং, ১২০ এফপিএস পর্যন্ত বার্স্ট স্পিড এবং উন্নত অটো ফোকাস সিস্টেমের মতো ফিচার উপস্থিত।"

Show Full Article
Next Story