Nissan January 2022 Sales: ভারতে বিক্রি বাড়ল নিসান-এর, 2021-এর জানুয়ারির তুলনায় 41% গ্রোথ

বছরের প্রথম মাসে বিক্রি সামান্য বাড়িয়ে নিল নিসান ইন্ডিয়া (Nissan India)। ২০২২-এর জানুয়ারিতে নিসান (Nissan) ও ডাটসন...
techgup 2 Feb 2022 6:08 PM IST

বছরের প্রথম মাসে বিক্রি সামান্য বাড়িয়ে নিল নিসান ইন্ডিয়া (Nissan India)। ২০২২-এর জানুয়ারিতে নিসান (Nissan) ও ডাটসন (Datsun) ব্র্যান্ড মিলিয়ে ভারতে ৪,২৫০টি গাড়ি বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ, ২০২০-এর একই সময়ে সংস্থাটি ৪,০২১টি গাড়ি বিক্রি করেছিল৷ ইয়ার-অন-ইয়ার গ্রোথ ৫.৭ শতাংশ। আবার ২০২১-এর ডিসেম্বরে সংস্থার ৩,০১০টি গাড়ি বিক্রি হয়েছিল। সে ক্ষেত্রে মাস বিচার করলে বিক্রিতে দারুণ গতি এসেছে।

রপ্তানির প্রসঙ্গে আসলে, ২০২২-এর জানুয়ারি মাসে নিসান ও ডাটসন-এর ১,২২৪ ইউনিট ভারত থেকে বিদেশের বাজারে এক্সপোর্ট হয়েছে। আবার রপ্তানির ক্ষেত্রে এখন নিসানের সঙ্গী ১৫টি দেশ৷ সংস্থার ম্যাগনাইট (Magnite) গাড়িটি ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ব্রুনাই, উগান্ডা, কেনিয়া, সিসেলিস, মোজাম্বিক, জাম্বিয়া, তানজানিয়া মালাউই, এবং মরিশাসের বাজারে উপলব্ধ।

প্রসঙ্গত, ম্যাগনাইট সাব-কম্প্যাক্ট এসইউভি-র হাত ধরে ভারতের বাজারে সাফল্যের স্বাদ পেয়েছে নিসান। বর্ষসেরার বিভিন্ন পুরস্কার ইতিমধ্যেই গাড়িটির ঝুলিতে এসেছে। ভারতের বাজারে গাড়িটি যেমন দারুণ বিক্রি হচ্ছে, তেমনই প্রচুর মানুষ অপেক্ষার মেয়াদের কথা ভেবে আগেভাগে বুকিং সেরে ফেলছেন।

সংস্থার তরফে জানানো হয়েছিল, অতিমারি এবং সেমিকন্ডাক্টর চিপের অভাব সত্বেও ২০২০-এর ডিসেম্বরে লঞ্চের পর থেকে ৪২ হাজারের উপরে ম্যাগনাইট তাদের চেন্নাইয়ের কারখানায় উৎপাদিত হয়েছে। গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, নিসান আজ পর্যন্ত ৬,৩৪৪টি ম্যাগনাইট বিদেশে রপ্তানি করেছে।

Show Full Article
Next Story
Share it