GST on Mobile Phone: দাম কমছে না স্মার্টফোন সহ অন্যান্য গ্যাজেটের, জিএসটি রেটে পরিবর্তন আনছে না সরকার

মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্টের জিএসটি (GST) রেট কমানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ভারত সরকারের তরফে...
Julai Modal 3 July 2023 10:39 PM IST

মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্টের জিএসটি (GST) রেট কমানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ভারত সরকারের তরফে আজ নিশ্চিত করা হল। সম্প্রতি অর্থ মন্ত্রকের তরফে একটি টুইট করা হয়। যার ক্যাপশনে লেখা ছিল 'জিএসটির মাধ্যমে গৃহস্থালির জিনিসে (দামে) স্বস্তি।' পাশাপাশি এই টুইটে একটি ছবি পোস্ট করা হয়, যেখানে টিভি, মোবাইল ফোন, ফ্রিজ, এলপিজি স্টোভ ইত্যাদির উপর জিএসটি আসার পর মানুষ কতটা সাশ্রয় করতে পারছে তা দেখানো হয়।

এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে, ১ জুলাই থেকে মোবাইল ফোনের উপর ট্যাক্স কমানো হচ্ছে। উল্লেখিত তারিখ থেকে একাধিক ইলেকট্রনিক প্রোডাক্টের জিএসটি (GST) রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। যদিও এই দাবি সত্যি নয়। সরকার এই ধরনের কোনো পদক্ষেপ নিইনি।

আসলে অনেকে টুইটটির অর্থ বুঝতে পারেননি। টুইটে বলা হয়েছে, জিএসটি আসার আগে ইলেকট্রনিক প্রোডাক্টের উপর বেশি বেশি ট্যাক্স চাপানো হতো। এরফলে অতিরিক্ত ব্যয় হত সাধারণ মানুষের। তবে এখন আগের ট্যাক্সের তুলনায় নির্দিষ্ট জিএসটি রেট আসায় মানুষকে কম টাকা ব্যয় করতে হচ্ছে।

No Change in GST Rates for Smartphones tv Gadgets

উদাহরণ স্বরূপ, আগে মোবাইল ফোনের উপর ৩১.৩ শতাংশ ট্যাক্স ধার্য করা হয়েছিল। তবে জিএসটি আসার পর তা কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। অর্থাৎ ১৩.৩ শতাংশ কম ট্যাক্স দিতে হচ্ছে দেশবাসীকে। আর এভাবেই তারা লাভবান হচ্ছে।

Show Full Article
Next Story