Nokia ব্র্যান্ডের এই ফোনে Android 12 আপডেট এবং নতুন সিকিউরিটি প্যাচ এল

মার্কেটে বাজেট রেঞ্জে নোকিয়ার স্মার্টফোনের সংখ্যা প্রচুর। সেগুলির মধ্যে অনেক মডেলই চলছে পুরনো অ্যান্ড্রয়েড সংস্করণে‌।...
techgup 5 Nov 2022 6:16 PM IST

মার্কেটে বাজেট রেঞ্জে নোকিয়ার স্মার্টফোনের সংখ্যা প্রচুর। সেগুলির মধ্যে অনেক মডেলই চলছে পুরনো অ্যান্ড্রয়েড সংস্করণে‌। তাই এবার Android 12 ভার্সনে আপগ্রেড করতে চলেছে সংস্থা। প্রতিবেদন অনুযায়ী, Nokia 2.4 অক্টোবরের সিকিউরিটি প্যাচ আপডেটের সাথে Android 12 অপারেটিং সিস্টেমের বিল্ড আপডেট পেয়েছে।

নোকিয়া পাওয়ার ইউজারের সূত্র অনুযায়ী, ফ্রান্সে Nokia 2.4 ব্যবহারকারীদের জন্য নতুন Android 12 বিল্ড V3.390 এবং চলতি মাসের সিকিউরিটি প্যাচ রোলআউট হয়েছে। আপডেটের সাইজ ১০২ মেগাবাইট। চেঞ্জলগে বলা হয়েছে, এটি সিস্টেম স্টেবিলিটি ইমপ্রুভ করে ইউজার ইন্টারফেস উন্নত করবে।

প্রসঙ্গত, Android 12 সহ Nokia 2.4 লঞ্চ হয়েছিল ২০২০-এর সেপ্টেম্বরে। এতে ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি২২ অক্টা-কোর প্রসেসর, ১৩ মেগাপিক্সেল ব্যাক + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ / ৩ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ, এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে।

Show Full Article
Next Story