লঞ্চ হল বহু প্রতীক্ষিত Nokia 3.4 এবং Nokia 2.4, সস্তায় পাওয়ারফুল ব্যাটারি

HMD Global আজ একটি অনলাইন লঞ্চ ইভেন্টে ইউরোপে লঞ্চ করলো Nokia 3.4 এবং Nokia 2.4। এই দুটি ফোন সম্পর্কে বহুদিন ধরেই বিভিন্ন তথ্য সামনে আসছিল।…

HMD Global আজ একটি অনলাইন লঞ্চ ইভেন্টে ইউরোপে লঞ্চ করলো Nokia 3.4 এবং Nokia 2.4। এই দুটি ফোন সম্পর্কে বহুদিন ধরেই বিভিন্ন তথ্য সামনে আসছিল। এমনকি কিছু মার্কেটে নোকিয়া ২.৪ ফোনটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। Nokia 3.4 এবং Nokia 2.4 ফোনটি বাজেট রেঞ্জে লঞ্চ হয়েছে। আবার ফোন দুটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে এসেছে। নোকিয়া ২.৪ ফোনে পাবেন ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে নোকিয়া ৩.৪ ফোনে। ভারতে এই ফোন দুটি কবে লঞ্চ হবে তা লঞ্চ ইভেন্টে জানানো হয়নি। আসুন ফোনগুলির দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Nokia 3.4 এবং Nokia 2.4 এর দাম

নোকিয়া ৩.৪ ফোনটি তিনটি স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে। যেগুলি হল ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ, ৩ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ। এদের দাম শুরু হবে ১৫৯ ইউরো থেকে, যা প্রায় ১৩,৭০০ টাকার সমান। এই ফোনটি এফজর্ড, ডাস্ক ও চারকোল কালারে পাওয়া যাবে। ফোনটির সেল শুরু হবে অক্টোবরের শুরু থেকে।

আবার নোকিয়া ২.৪ লঞ্চ হয়েছে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের সাথে। ফোনটির দাম শুরু হয়েছে ১১৯ ইউরো থেকে, যা প্রায় ১০,২০০ টাকার সমান। এই ফোনটিও ডাস্ক, এফজর্ড ও চারকোল কালারে পাওয়া যাবে। ফোনটির সেল শুরু হবে সেপ্টেম্বরের শেষ থেকে।

Nokia 3.4 স্পেসিফিকেশন

নোকিয়া ৩.৪ ফোনে ৬.৩৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এর আসপেক্ট রেশিও ১৯.৫:৯। এর ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল। এই ফোনে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর। ফোনটিতে পাবেন ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Nokia 3.4 and Nokia 2.4 launched with HD Plus Display, Nokia 3.4 specifications, Nokia 2.4 specifications, Nokia 3.4 price, HMD Global
ছবি – nokia.com

ফটোগ্রাফির জন্য Nokia 3.4 ফোনে আছে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। অন্যদুটি ক্যামেরা হল ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। ফোনটিতে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন উপলব্ধ। আবার সিকিউরিটির জন্য এতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে পাবেন ৪,০০০ এমএএইচ ব্যাটারি। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে (অ্যান্ড্রয়েড ১১ রেডি) চলবে।

Nokia 2.4 স্পেসিফিকেশন

নোকিয়া ২.৪ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৯। এর ডিসপ্লে ডিজাইন ওয়াটার ড্রপ নচ। এই ফোনে মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে পাবেন ৩ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন উপলব্ধ। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে (অ্যান্ড্রয়েড ১১ রেডি) চলবে।

Nokia 3.4 and Nokia 2.4 launched with HD Plus Display, Nokia 3.4 specifications, Nokia 2.4 specifications, Nokia 3.4 price, HMD Global
ছবি -nokia.com

ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে Nokia 2.4 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা আছে। যার একটি ক্যামেরা এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল অটো ফোকাস। যদিও অন্য ক্যামেরাটি কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়নি। আবার সেলফির জন্য দেওয়া হয়েছে এফ/২.৪ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য এই ফোনে আছে মাইক্রো ইউএসবি পোর্ট।