এমাসেই ভারতে আসছে Nokia 5.3, একবার চার্জে চলবে ২ দিন

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি এইচএমডি গ্লোবাল শীঘ্রই তাদের Nokia 5.3 ফোনকে ভারতে আনার পরিকল্পনা নিয়েছে। জানা গিয়েছে আগস্ট মাসেই ভারতে আসবে নোকিয়া ৫.৩। এছাড়াও জানা গেছে…

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি এইচএমডি গ্লোবাল শীঘ্রই তাদের Nokia 5.3 ফোনকে ভারতে আনার পরিকল্পনা নিয়েছে। জানা গিয়েছে আগস্ট মাসেই ভারতে আসবে নোকিয়া ৫.৩। এছাড়াও জানা গেছে কোম্পানি এই ফোনের সাথে আরও কয়েকটি নতুন ফোন আনবে। প্রসঙ্গত কোম্পানি এবছরের শুরুতে Nokia 8.3 5G এর সাথে Nokia 5.3 কে ইউরোপে লঞ্চ করেছিল। এই ফোনটি সায়ান, স্যান্ড এবং চারকোল কালারে পাওয়া যাবে।

 রিপোর্ট অনুযায়ী, ভারতে নোকিয়া ৫.৩ এর ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম হবে ১২,৯৯৯ টাকা। আবার ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম হবে ১৩,৯৯৯ টাকা। এছাড়াও এর ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট আসতে পারে।

Nokia 5.3 স্পেসিফিকেশন :

নোকিয়া ৫.৩ এর ফিচারের কথা বললে এতে ৬.৫৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ। যার রেজুলেশন ১৬০০x৭২০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯। এতে 2.5D কার্ভড গ্লাস আছে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর দেওয়া হয়েছে। সাথে আছে এড্রেনো ৬১০ জিপিইউ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল, এছাড়াও আছে ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আবার এতে পাবেন ৪,০০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারি ২ দিন ব্যাটারি ব্যাকআপ দেবে। জন্য এতে টাইপ সি পোর্ট আছে। আবার সিকিউরিটির জন্য ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এর ওজন ১৮৫ গ্রাম।