১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসছে Nokia 9.3, থাকবে স্নাপড্রাগন ৮৬৫ প্রসেসর

HMD Global এই বছর তৃতীয় কোয়ার্টারে তাদের ফ্লাগশিপ ফোন Nokia 9.3 লঞ্চ করবে। Nokiapowerusers তাদের একটি রিপোর্টে বলেছে...
techgup 15 April 2020 12:32 PM IST

HMD Global এই বছর তৃতীয় কোয়ার্টারে তাদের ফ্লাগশিপ ফোন Nokia 9.3 লঞ্চ করবে। Nokiapowerusers তাদের একটি রিপোর্টে বলেছে এই ফোনে পাঁচটি রিয়ার ক্যামেরা থাকবে ‌ এই পেন্টা ক্যামেরা সেটআপে একটি ১০৭ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। এর সাথে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও নোকিয়া ৯.৩ QHD + ডিসপ্লের সাথে লঞ্চ হবে।

Nokia 9.3 সম্ভাব্য ফিচার :

নোকিয়া ৯.৩ এর সমস্ত ফিচার এখনো সামনে আসেনি। রিপোর্ট অনুযায়ী এই ফোনে ৬.২৯ ইঞ্চি OLEd ডিসপ্লে দেওয়া হবে, যেটি QHD + রেজুলেশনের সাথে আসবে। এছাড়াও এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকবে।

সেলফির জন্য থাকবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা :

আগেই বলেছি ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেওয়া হবে। যার প্রাইমারি রিয়ার ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এই ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এছাড়াও এখানে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে ১০৮ মেগাপিক্সেলের।

থাকবে ‌ স্নাপড্রাগণ ৮৬৫ প্রসেসর :

নোকিয়া এখনো পর্যন্ত কোয়ালকমের এই লেটেস্ট প্রসেসর এর সাথে কোন ফোন লঞ্চ করেনি। আশা করা হচ্ছে নকিয়া ৯.৩ ফোনে কোয়ালকম স্নাপড্রাগণ ৮৬৫ প্রসেসর দেওয়া হবে। এই ফোনের দাম ৬০ হাজার টাকার কাছাকাছি হতে পারে।

Show Full Article
Next Story
Share it