Nokia-র ইতিহাসে নতুন যুগের সূচনা, 60 বছর পুরনো নীল-সাদা লোগো বদলে হল রঙিন

মোবাইল ফোনের জগতে ফিনল্যান্ড-ভিত্তিক কোম্পানি নোকিয়া (Nokia)-এর গুরুত্ব বিশাল। একসময় প্রথম সারির মোবাইল ফোন নির্মাতা...
Ananya Sarkar 27 Feb 2023 12:54 PM IST

মোবাইল ফোনের জগতে ফিনল্যান্ড-ভিত্তিক কোম্পানি নোকিয়া (Nokia)-এর গুরুত্ব বিশাল। একসময় প্রথম সারির মোবাইল ফোন নির্মাতা হিসাবে সারা বিশ্বে জনপ্রিয় ছিল এই ব্র্যান্ডটি। দাপট কমলেও এখনও ফিচার ফোনের বাজারে নিজের প্রাধান্য টিকিয়ে রাখতে সফল হয়েছে নোকিয়া। আর এখন সকল অনুরাগী ও স্মার্টফোন প্রেমীদের চমকে দিয়ে নোকিয়া ঘোষণা করেছে যে, তারা প্রায় ৬০ বছরের মধ্যে প্রথমবারের জন্য তাদের ব্র্যান্ডের লোগো পরিবর্তন করতে চলেছে। কোম্পানি এবার থেকে একটি নতুন ডিজাইন ব্যবহার করবে। নতুন নোকিয়া লোগো পাঁচটি পৃথক আকৃতি নিয়ে গঠিত। এছাড়াও, বিভিন্ন রঙ মূল লোগোর স্বতন্ত্র নীল আন্ডারটোনগুলির জায়গা নিয়েছে। এই লোগোটি বৃদ্ধির দিকে কোম্পানির এগিয়ে যাওয়ার লক্ষ্যকে প্রতিফলিত করবে। আসুন নোকিয়ার এই লোগো পরিবর্তনের বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Nokia - এর লোগোয় বড় বদল

নোকিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার পেক্কা লান্ডমার্ক একটি সাক্ষাৎকারে রয়টার্সকে বলেছেন যে, নোকিয়ার পুরনো লোগোটি মোবাইল ফোন সম্বন্ধীয় ছিল, তবে বর্তমানে তারা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি। সেই কারণেই তাদের নতুন একটি লোগোর প্রয়োজন হয়েছে।

জানিয়ে রাখি, ২০২০ সালে বিভিন্ন দিক থেকে ব্যর্থ নোকিয়ার সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর লান্ডমার্ক তিনটি ধাপ নিয়ে একটি পরিকল্পনা তৈরি করেছেন। এই ধাপগুলি হল রিবুট করা, ত্বরান্বিত করা এবং প্রসারিত করা। এছাড়াও লান্ডমার্ক জানিয়েছেন যে, কোম্পানির পুনরায় শুরু করার পর্যায় শেষ হওয়ার পরে দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। নোকিয়ার প্রাথমিক জোর এখন অন্যান্য সংস্থার কাছে ডিভাইস বিক্রি করার ওপর, যদিও কোম্পানি এখনও তাদের পরিষেবা প্রদানকারী সংস্থাকে প্রসারিত করার আশা করছে।

লান্ডমার্ক বলেন যে, তাদের এন্টারপ্রাইজ ব্যবসা গত বছর ২১% বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে কোম্পানির বিক্রয়ের প্রায় ৮% বা প্রায় ২ বিলিয়ন ইউরো গ্রহণ করেছে। নোকিয়া আশা করে যত তাড়াতাড়ি সম্ভব তারা এটি বিক্রি করবে। তার কথা থেকে এটি খুব স্পষ্ট যে, ফিনিশ কোম্পানিটি শুধুমাত্র এমন ব্যবসায় প্রবেশ করতে চায় যেখানে তারা বিশ্ব নেতৃত্ব দেখতে পাবে।

এছাড়া, নোকিয়ার ফ্যাক্টরি অটোমেশন এবং ডেটা সেন্টারে স্থানান্তর তাদের মাইক্রোসফ্ট (Microsoft) এবং অ্যামাজন (Amazon)-এর মতো বড় প্রযুক্তি সংস্থাগুলির সাথে প্রতিযোগিতায় ফেলবে। লান্ডমার্ক বলেছেন যে, অনেক ধরনের পরিস্থিতি তৈরি হবে, কখনও কখনও এই সংস্থাগুলি নোকিয়ার অংশীদার হবে, কখনও কখনও তারা গ্রাহক হতে পারে, তবে তিনি বিশ্বাস করেন বেশ কিছু ক্ষেত্রে তারা প্রতিযোগীও হবে।

বর্তমানে নোকিয়া টেলিকম সরঞ্জাম এবং পরিষেবা প্রদানের দিকে মনোযোগ দিয়েছে, যেমন নেটওয়ার্ক পরিকাঠামো এবং সফ্টওয়্যার। কোম্পানিটি ৫জি প্রযুক্তির বিকাশের সাথেও জড়িত রয়েছে। এই পরিষেবাগুলি প্রদানের জন্য তারা টেলিকম শিল্পের অন্যান্য ব্র্যান্ডগুলির সাথে অংশীদারিত্ব করেছে৷ নোকিয়া টেলিকম শিল্পে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এই সংস্থা উদ্ভাবন এবং নতুন প্রযুক্তির বিকাশে বিশেষ অবদান রাখার জন্য স্বীকৃতিও লাভ করেছে। যদিও, কোম্পানিটি সাম্প্রতিক বছরগুলিতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, তবে এখনও তারা টেলিকম বাজারে একটি অন্যতম প্রধান ব্র্যান্ড হিসাবে নিজের জায়গটি ধরে রেখেছে।

https://youtu.be/g9j_NcIzM00

Show Full Article
Next Story