দামে কম মানে ভাল, Nokia Classic ফোনের জনপ্রিয়তার পিছনে এটাই ছিল মূলমন্ত্র

ইদানীংকালে মার্কেটে Vivo, Oppo, Xiaomi, Samsung, Realme, Apple-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোনের বিশেষ রমরমা থাকলেও, Nokia-র ফোনগুলি আমাদের যেন একটু অন্য স্বাদের নস্টালজিয়া মনে করায়। বাজারে…

ইদানীংকালে মার্কেটে Vivo, Oppo, Xiaomi, Samsung, Realme, Apple-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোনের বিশেষ রমরমা থাকলেও, Nokia-র ফোনগুলি আমাদের যেন একটু অন্য স্বাদের নস্টালজিয়া মনে করায়। বাজারে সংস্থার ফিচার ফোনগুলির চাহিদা আজও ব্যাপক পরিমাণে রয়েছে। সেই কারণে প্রায় প্রতি বছরই এই স্মার্টফোনের যুগেও Nokia-র নিত্যনতুন ফিচার ফোন লঞ্চ হয়‌। অতীতেও Nokia-র Classic ফোনগুলি এতটাই জনপ্রিয় ছিল যে তাদের স্মৃতি আজও মানুষের মনের মণিকোঠায় রয়ে গেছে।

নোকিয়ার প্রথম ক্লাসিক ফোন লঞ্চ হওয়ার সময় এই মডেলটিকে টক্কর দেওয়ার মতো অন্য কোনো ফোন মার্কেটে ছিল না। তাই যারা এই ফোন ব্যবহার করেনি, তারা ঠিক বুঝতে পারবে না যে সেই সময়ে এর এত বিপুল জনপ্রিয়তার কারণ কী ছিল। আপনিও যদি এমন একজন হন, যিনি নোকিয়ার ক্লাসিক ফোন ব্যবহার করেননি, তাহলে আমাদের আজকের প্রতিবেদনটি পড়ুন। কারণ এখানে আমরা এমন চারটি বিষয়ের কথা জানাতে চলেছি যে কারণে নোকিয়ার ক্লাসিক ফোন এত বিপুল পরিমাণ জনপ্রিয় ছিল এবং ফোনটির প্রতি ব্যাপকভাবে আকৃষ্ট হয়ে লক্ষ লক্ষ গ্রাহক এটি কিনতে বাধ্য হয়েছিলেন।

মজবুত

এখনকার দিনের মতো এত অত্যাধুনিক টেকনোলজি না থাকা সত্ত্বেও কিন্তু আজ থেকে বহু বছর আগে নির্মিত নোকিয়া ক্লাসিক ফোনগুলি এমনভাবে ডিজাইন করে হয়েছিল, যাতে বেশ খানিকটা উঁচু থেকে মাটিতে পড়ে গেলেও সেটির কোনো ক্ষতি হবে না। শুধু তাই নয়, অনেক সময় এও দেখা গেছে যে, জলে পড়ে গেলেও তা পুরোপুরিভাবে সক্রিয় ছিল এবং তার পরেও বহুদিন পর্যন্ত অনায়াসে ব্যবহার করা গেছে। এই ফোনগুলি প্রস্তুত করার জন্য অত্যন্ত উন্নত মানের প্লাস্টিক ব্যবহৃত হত, যা একাধারে খুব মজবুত এবং সেইসাথে নমনীয় (ফ্লেক্সিবেল) ছিল।

স্টাইলিশ ডিজাইন

নোকিয়া ক্লাসিক ফোন এক দশক আগে জনপ্রিয় হলেও এটিকে কিন্তু যুবসমাজের দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছিল। এবং এর ডিজাইন এমনই ছিল যে, এর পরবর্তীকালে আগত আরও উন্নত মানের কিছু ফোনকেও এটি জোর টক্কর দিতে সক্ষম হয়েছে। ফলে দীর্ঘদিন যাবৎ তরুণদের পাশাপাশি সমস্ত শ্রেণির মানুষই এই ফোনটি ব্যবহার করেছিলেন। সেইসাথে এই ফোনে একাধিক কালার অপশন ছিল, যার ফলে ইউজাররা তাদের পছন্দসই রং অনুযায়ী মডেল বেছে নিতে পারতেন।

দুর্দান্ত ফিচার

ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে নোকিয়ার ক্লাসিক ফোনগুলিতে একাধিক দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছিল। এই ফিচারগুলির মধ্যে ক্যামেরা, মিউজিক থেকে শুরু করে বেশ কিছু আকর্ষণীয় গেমও অন্তর্ভুক্ত ছিল, যে কারণে ইউজাররা একে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছিলেন।

সাশ্রয়ী মূল্য

ধনী বা গরীব – যে কোনো শ্রেণির মানুষই যাতে এই ফোনটি ব্যবহার করতে সক্ষম হয়, সেজন্য নোকিয়া ক্লাসিক ফোনগুলিকে একাধিক প্রাইস রেঞ্জে মার্কেটে নিয়ে আসা হয়েছিল। ফলে গ্রাহকরা তাদের পকেটের অবস্থা অনুযায়ী নিজেদের প্রয়োজনীয় ফোনটিকে খুব সহজেই বেছে নিতে পারতেন, এবং সমস্ত শ্রেণির মানুষ এই মডেলটি ব্যবহারের সুযোগ পেতেন।