Nokia G11 Plus সস্তায় UniSoc প্রসেসর ও ৪ জিবি র‌্যাম সহ আসছে, দেখা গেল Geekbench-এ

ফিনল্যান্ড ভিত্তিক টেক সংস্থা Nokia শীঘ্রই একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই আসন্ন মডেলটি সম্ভবত Nokia G11 Plus...
SUPARNA 16 Jun 2022 11:10 AM IST

ফিনল্যান্ড ভিত্তিক টেক সংস্থা Nokia শীঘ্রই একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই আসন্ন মডেলটি সম্ভবত Nokia G11 Plus নামে বাজারে আসবে। সম্প্রতি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম GeekBench -এ এই নয়া হ্যান্ডসেটকে দেখা গেছে। এখান থেকে Nokia G11 Plus ফোনের বেশ কয়েকটি কী-ফিচারও সামনে এসেছে। জানা গেছে, এই লেটেস্ট স্মার্টফোনে অক্টা-কোর ইউনিসক প্রসেসর ব্যবহার করা হবে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ উপস্থিত থাকবে।

Nokia G11 Plus কে দেখা গেল Geekbench-এর সাইটে

গিকবেঞ্চের লিস্টিংয়ে, নোকিয়ার এই আসন্ন জি-সিরিজের ফোনটির মডেল নম্বর পাওয়া যায়নি। তবে নিশ্চিত করা হয়েছে যে, এটি নোকিয়া জি১১ প্লাস (Nokia G11 Plus) নামের লঞ্চ হবে। লিস্টিং অনুযায়ী, হ্যান্ডসেটে ১.৬১ গিগাহার্টজ ক্লক স্পিডের একটি অক্টা-কোর প্রসেসর থাকবে। মনে করা হচ্ছে, এই প্রসেসরটি ইউনিসক টি৬০৬ (Unisock T606) হতে পারে। আর গ্রাফিক্সের জন্য থাকবে মালি জি৫৭ (Mali G57) জিপিইউ। এছাড়াও ফোনটিতে ৪ জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম পাওয়া যাবে।

এই ফিচারের নিরিখে বলা যায়, আসন্ন নোকিয়া জি১১ প্লাস স্মার্টফোন বাজেট রেঞ্জে লঞ্চ হতে পারে। যদিও সংস্থার তরফে এখনও ফোনটির বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে আশা করা যায়, এই ফোনের ফিচার অনেকটাই নোকিয়া জি১১ এর মতো হবে।

প্রসঙ্গত, চলতি বছরে লঞ্চ হওয়া বিদ্যমান Nokia G11 স্মার্টফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) IPS LCD টিয়ার-ড্রপ নচ ডিসপ্লে রয়েছে, যার এসপেক্ট রেশিও ২০:৯, টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ এবং রিফ্রেশ রেট ৯০হার্টজ। ডিভাইসটিতে ইউনিসক টি৬০৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ওএস চালিত। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে এতে, ট্রিপল ক্যামেরা ইউনিট এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। এছাড়া সিকিউরিটির জন্য ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Show Full Article
Next Story