Nokia G20 এর ভারতে প্রি-অর্ডার শুরু হচ্ছে, দাম ও স্পেসিফিকেশন প্রকাশ করলো Amazon

গত এপ্রিলে HMD Global তাদের G সিরিজের দুটি স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল- Nokia G10, Nokia G20। এর মধ্যে দ্বিতীয় ফোনটি ভারতে পা রাখতে চলেছে।…

গত এপ্রিলে HMD Global তাদের G সিরিজের দুটি স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল- Nokia G10, Nokia G20। এর মধ্যে দ্বিতীয় ফোনটি ভারতে পা রাখতে চলেছে। ই-কমার্স সাইট Amazon থেকে আগামী ৭ জুলাই Nokia G20 ফোনটি প্রি-অর্ডার করা যাবে। ভারতে এই ফোনের দাম রাখা হয়েছে ১৫,০০০ টাকার কম। নোকিয়া জি২০ ফোনে আছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ভারতে ফোনটি Redmi Note 10, Realme Narzo 30 4G, Poco M3 Pro এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Nokia G20 এর দাম ও প্রি- অর্ডার

ভারতে নোকিয়া জি২০ ফোনের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। আমরা অনুমান করছি এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। আগামী ৭ জুলাই দুপুর ১২ টায় অ্যামাজন থেকে নোকিয়া জি২০ প্রি-অর্ডার করা যাবে। ডিভাইসটি নাইট ও গ্লেসিয়ার কালারে পাওয়া যাবে।

Nokia G20 এর স্পেসিফিকেশন ও ফিচার

নোকিয়া জি ২০ ফোনে আছে ২০:৯ এসপেক্ট রেশিও সহ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ( ৭২০ x ১৬০০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লের নীচে নোকিয়া ব্র্যান্ডিং সহ হালকা বেজেল দেখা যাবে। আবার এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Nokia G20 ফোনে রয়েছে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০৫০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

আবার সেলফি ও ভিডিও কলের জন্য Nokia G20 ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা এই ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন