Nokia আনছে রোটেটিং ক্যামেরা ফোন? জল্পনা বাড়াল নয়া পেটেন্ট

Nokia X20 সহ শীঘ্রই পাঁচ-পাঁচটি নতুন ফোন ভারতে আনছে Nokia। এছাড়া ব্র্যান্ডটি আরো কয়েকটি নতুন ফোনের ওপর কাজ শুরু করেছে। এর মধ্যে একটি বিশেষ ধরণের…

Nokia X20 সহ শীঘ্রই পাঁচ-পাঁচটি নতুন ফোন ভারতে আনছে Nokia। এছাড়া ব্র্যান্ডটি আরো কয়েকটি নতুন ফোনের ওপর কাজ শুরু করেছে। এর মধ্যে একটি বিশেষ ধরণের ফোনও থাকতে পারে। আসলে সম্প্রতি সংস্থার একটি মোবাইলের পেটেন্ট প্রযুক্তি দুনিয়ায় ফাঁস হয়েছে, যা দেখে আন্দাজ করা হচ্ছে Nokia (নোকিয়া) একটি অনন্য রোটেটিং (ঘূর্ণন) ক্যামেরা মডিউলযুক্ত ফোনে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। সেক্ষেত্রে এই ফোন শীঘ্রই লঞ্চ হলে তা রোটেটিং ক্যামেরা মডিউলযুক্ত প্রথম হ্যান্ডসেট হিসেবে বাজারে আসবে।

Nokia-র রোটেটিং ক্যামেরা মডিউল ফোনের পেটেন্ট ফাঁস

রিপোর্ট অনুযায়ী, নোকিয়ার রোটেটিং ক্যামেরা মডিউল ফোনের পেটেন্টটি USPTO (ইউনাইটেড স্টেটস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস)-এ দায়ের করা হয়েছে। পেটেন্ট ফাইলে বলা হয়েছে যে, ক্যামেরা মডিউলটি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। সেক্ষেত্রে আশা করা হচ্ছে, সেলফি এবং রিয়ার আউটপুটের জন্য একই ক্যামেরা ব্যবহার করা হবে, যেখানে লেন্সগুলি মডিউলটির উভয় পাশে বসতে পারে।

এছাড়া এই মডিউলটি বেশ কয়েকটি মাইক্রোফোন দ্বারা সজ্জিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এমনটা হলে ক্যামেরা মডিউলটি, কোন দিক থেকে শব্দ আসছে তা অনুসরণ করে নিজেই প্রয়োজন মত ঘুরবে। অর্থাৎ এটি অডিও সংকেত পেয়ে নিজেই অডিও উৎসের দিক নির্ধারণ করবে। ফলে এই ফোনের ইউজাররা আরো ভালো ভিডিও ক্লিপ তৈরি করতে সক্ষম হবেন।

প্রসঙ্গত, Asus ইতিমধ্যেই রোটেটিং ক্যামেরার কয়েকটি ফোন বাজারে এনেছে। যদিও Nokia-র ফোনের ডিজাইন সম্পূর্ণ ভিন্ন। এখন দেখার ফিনল্যান্ডের ব্র্যান্ডটি বাস্তবে সত্যিই এই ধরনের কোনো ফোন লঞ্চ করে কিনা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন