Nokia T10 ট্যাবলেট শীঘ্রই বাজারে আসছে, পেল FCC থেকে অনুমোদন

ফিনল্যান্ডের প্রযুক্তি সংস্থা নোকিয়া এককালে তাদের ফিচার ফোনগুলির জন্য জগৎবিখ্যাত ছিল। তারপর সময়ের সাথে তাল মিলিয়ে...
Ananya Sarkar 4 July 2022 11:58 AM IST

ফিনল্যান্ডের প্রযুক্তি সংস্থা নোকিয়া এককালে তাদের ফিচার ফোনগুলির জন্য জগৎবিখ্যাত ছিল। তারপর সময়ের সাথে তাল মিলিয়ে সংস্থাটি স্মার্টফোন ও ট্যাবলেটের বাজারেও তাদের ব্র্যান্ডের একাধিক ডিভাইস উন্মোচন করেছে। শোনা যাচ্ছে বর্তমানে সংস্থাটি তাদের একটি নতুন ট্যাবলেটের ওপর কাজ করছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন ওয়েবসাইটে একটি আসন্ন নোকিয়া ট্যাবলেটকে স্পট করা গেছে। এফসিসি-এর তালিকায় ডিভাইসটির নাম উল্লেখ করা না থাকলেও, মনে করা হচ্ছে এটি Nokia T10 নামে বাজারে আসতে পারে। তালিকাটি নতুন নোকিয়া ট্যাবটির ডিসপ্লের আকার, ব্যাটারির ক্ষমতা, কানেক্টিভিটি অপশন-এর মতো গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে।

Nokia-এর নতুন ট্যাবলেট লাভ করলো FCC-এর সার্টিফিকেশন

TA-1462 মডেল নম্বর সহ নোকিয়ার একটি ট্যাবলেট মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। এটি আসন্ন নোকিয়া টি১০ ট্যাবটি হবে বলে মনে করা হচ্ছে। সংস্থাটি ইতিমধ্যেই টি২০ অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি বাজারে লঞ্চ করেছে। এখন এফসিসি-এর সার্টিফিকেশনটি Nokia TA-1462-এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দিচ্ছে, যদিও নোকিয়া এখনও এই ট্যাবলেটের স্পেসিফিকেশন সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে এফসিসি-এর তালিকাটি সামনে এনেছছ যে, এটি ৮ ইঞ্চির ডিসপ্লে এবং ৫,১০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে।

উল্লেখ্য, Nokia T10, পূর্বসূরির মতো একটি বাজেট ট্যাবলেট হবে বলে আশা করা হচ্ছে। এর ডিসপ্লেতে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ট্যাবটি ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করতে পারে এবং এতে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট মিলতে পারে। ফটোগ্রাফির জন্য, এই ডিভাইসের ব্যাক প্যানেলে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সামনে একটি ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকতে পারে। TA-1462 মডেলের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল থাকবে ৪জি সংযোগ, ব্লুটুথ এবং ওয়াই-ফাই। তবে কোনোন গ্যারান্টি নেই যে এই নোকিয়া ডিভাইসটি Nokia T10 নামে লঞ্চ হবে। নোকিয়া ব্র্যান্ডের লাইসেন্সধারী সংস্থা এইচএমডি গ্লোবাল (HMD Global) শীঘ্রই এটির লঞ্চ সম্পর্কে ঘোষণা করতে পারে। তাই আগামী দিনে এই ডিভইসটির সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে আশা করা যায়।

Show Full Article
Next Story