Nokia T20 Tab ভারতেও লঞ্চ হবে, পেয়ে গেল BIS-এর ছাড়পত্র

নোকিয়া (Nokia) ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল (HMD Global) আগামীকাল একটি লঞ্চ ইভেন্ট হোস্ট করছে। সেখানে Nokia T20 ট্যাবলেট আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে বলে মনে করা…

নোকিয়া (Nokia) ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল (HMD Global) আগামীকাল একটি লঞ্চ ইভেন্ট হোস্ট করছে। সেখানে Nokia T20 ট্যাবলেট আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে ট্যাবলেট ডিভাইসটি ভারতেও পা রাখবে বলে খবর। কারণ এটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS)-এর থেকে ছাড়পত্র পেয়েছে বলে জানা গিয়েছে।

BIS অথরিটি TA-1392 ও TA-1397 মডেল নম্বরের নোকিয়া ডিভাইসকে অনুমোদন দিয়েছে। উল্লেখ্য, জুলাইয়ে ইউরোশিয়ান ইকনমিক কমিশন বা ইইসি (EEC) এবং যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন রিটেলার লিস্টিংয়ে ওই মডেল নম্বরের দু’টি নোকিয়া ডিভাইস লিস্টেড হয়েছিল।

Nokia T20 ট্যাব Wi-Fi ও 4G ভার্সনে লঞ্চ হতে পারে। এতএব, TA-1392 ও TA-1397 মডেল নম্বরগুলি ওই দুটি ভ্যারিয়েন্টের বলে মনে করা হচ্ছে। বিআইএস থেকে সাধারণত সার্টিফায়েড ডিভাইসের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায় না। তবে ট্যাবটি যে ভারতেও লঞ্চ হবে, বিআইএস সার্টিফিকেশন সে দিকে একটি বড় ইঙ্গিত।

Nokia T20 Tab: স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রিপোর্ট বলছে, নোকিয়া টি২০ ট্যাবে ১০.৩৬ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে। এর রেজোলিউশন অজানা, তবে এইচডি প্লাস অফার করতে পারে। ইউনিসক টি৬১০, টি৬১৮, বা টি৭০০ মডেলের প্রসেসর থাকতে পারে এই ট্যাবে। নোকিয়া টি২০-এর বেস মডেলে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ দেখা যেতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন