সস্তা 5G ফোন নিয়ে আসছে নোকিয়া, থাকবে মিডিয়াটেক প্রসেসর

বিভিন্ন স্মার্টফোন কোম্পানি ইতিমধ্যেই বেশকিছু 5G স্মার্টফোন বাজারে আনলেও, HMD Global আপাতত নোকিয়া ব্র্যান্ডের একটি ৫জি ফোন বাজারে এনেছে। এই ফোনের নাম Nokia 8.3 5G।…

বিভিন্ন স্মার্টফোন কোম্পানি ইতিমধ্যেই বেশকিছু 5G স্মার্টফোন বাজারে আনলেও, HMD Global আপাতত নোকিয়া ব্র্যান্ডের একটি ৫জি ফোন বাজারে এনেছে। এই ফোনের নাম Nokia 8.3 5G। এতে কোম্পানি স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর ব্যবহার করেছে। যার দাম প্রায় ৫১,০০০ টাকার কাছাকাছি। তবে এবার কোম্পানি একটি সস্তা 5G ফোন আনতে চলেছে।

NokiaPowerUser এর রিপোর্ট অনুযায়ী, এইচএমডি গ্লোবাল একটি কম দামি ৫জি ফোনের উপর কাজ শুরু করেছে। এতে মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০ সিরিজের প্রসেসর থাকতে পারে। যদিও সঠিক কোন প্রসেসর ব্যবহার হবে তা জানা যায়নি। এটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০ বা ডিমেনসিটি ৮২০ প্রসেসর হতে পারে।

Nokia 5G Phone :

যদিও এই ফোন সম্পর্কে এখনও বিশেষ কিছু সামনে আসেনি। তবে আশা করা হচ্ছে ফোনটি আগামী বছরে আসতে পারে। মিডিয়াটেক প্রসেসরের সাথে এই ৫জি ফোনকে ২০২১ এর প্রথম কোয়ার্টারে লঞ্চ করা হবে। অর্থাৎ এখনও প্রায় ৬ মাস পরে কোম্পানি এই ফোনকে বাজারে আনবে। রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি Nokia 7.3 সিরিজের হবেনা।

কারণ নোকিয়া ৭.৩ সিরিজ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে আসবে। ফলে মিডিয়াটেকের সাথে আসা Nokia-র এই 5G ফোন নতুন একটি সিরিজে আসবে। এই ফোনে ক্যামেরা কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে কাজ করবে। এখানে কোম্পানি বড় ডিসপ্লে ব্যবহার করবে। এই ফোনের দাম হতে পারে ৩০,০০০ টাকার কাছাকাছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *