রেডমি, রিয়েলমিদের টেক্কা দিতে আসছে Nokia X20, সস্তায় থাকবে 5G সাপোর্ট

কয়েকদিন আগেই Nokia ঘোষণা করেছে, আগামী ৮ এপ্রিল তারা একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টে Nokia X10, Nokia X20, এবং Nokia G10 ফোন তিনটির ওপর থেকে…

কয়েকদিন আগেই Nokia ঘোষণা করেছে, আগামী ৮ এপ্রিল তারা একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টে Nokia X10, Nokia X20, এবং Nokia G10 ফোন তিনটির ওপর থেকে পর্দা সরানো হতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে এই তিনটি ফোন চর্চায় আছে। এর মধ্যে নোকিয়া এক্স২০ কে গত সপ্তাহে বেঞ্চমার্ক সাইট Geekbench-এ দেখা যায়। আজ ফোনটিকে আমেরিকার সার্টিফিকেশন সাইট FCC-তে এবং ভারতের C-DOT CEIR IMEI ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে।

দুটি সাইটেই Nokia X20 কে TA-1341 মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও ফোনটির কোনো স্পেসিফিকেশন এখান উল্লেখ ছিল না। কেবল জানা গেছে ফোনটি গোলাকার ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ হবে। তবে ভারতের C-DOT CEIR IMEI ডেটাবেসে খুঁজে পাওয়ার অর্থ ফোনটি ভারতেও শীঘ্রই আসবে।

Nokia X20 FCC C-DOT CEIR IMEI Spotted,Nokia X20 Launch,Nokia X20 Price in India,Nokia X20 Specification,Nokia X20 Ram

এর আগে গিকবেঞ্চ থেকে জানা গিয়েছিল, নোকিয়া এক্স২০ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর সহ আসবে। অর্থাৎ এই ফোনে 5G সাপোর্ট থাকবে। এছাড়াও ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম ও ৬ জিবি র‌্যাম সহ আসবে। এখানে ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৫০৭ ও ১৬৬১ স্কোর করেছে।

আবার NokiaPowerUser তাদের প্রতিবেদনে জানিয়েছে, Nokia X20 ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে। ফোনটি দুটি কালারের সাথে লঞ্চ হবে – ব্লু ও স্যান্ড। এর দাম হবে ৩৪৯ ইউরো (প্রায় ৩০,৩০০ প্রায়)-র কাছাকাছি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন