অ্যান্ড্রয়েড ছেড়ে Nokia X60 ফোনে থাকবে HarmonyOS? কী জানালো সংস্থা
Nokia চলতি বছরে মিড রেঞ্জে 5G সাপোর্টের সাথে X সিরিজের সূচনা করেছিল। ইতিমধ্যেই এই সিরিজে Nokia X10, X20 স্মার্টফোন দুটি...Nokia চলতি বছরে মিড রেঞ্জে 5G সাপোর্টের সাথে X সিরিজের সূচনা করেছিল। ইতিমধ্যেই এই সিরিজে Nokia X10, X20 স্মার্টফোন দুটি লঞ্চ হয়েছে। তবে ফিনল্যান্ডের ব্র্যান্ডটি Nokia X60 নামে এই সিরিজের আরও একটি ফোন বাজারে আনতে চলেছে বলে সম্প্রতি জানা গিয়েছিল। শুধু তাই নয় জল্পনা ছড়িয়েছিল যে এই ফোনে Huawei এর HarmonyOS ব্যবহার করা হবে। তবে Global Times তাদের একটি প্রতিবেদনে এই গুজব সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে।
Nokia X60 ফোনে থাকবে না HarmonyOS
গ্লোবাল টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, নোকিয়া এক্স৬০ ফোনে হারমনি ওএস থাকার খবর সম্পূর্ণ ভুয়ো। হুয়াওয়ের তরফে তাদের কে এ ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি হুয়াওয়ে গ্লোবাল টাইমস কে জানিয়েছে, তারা এক্ষুনি অন্য স্মার্টফোন নির্মাতাদের জন্য তাদের অপারেটিং সিস্টেম ব্যবহারের অনুমতি দেবে না।
প্রসঙ্গত কয়েকদিনে আগে খবর ছড়িয়ে পড়ে যে, আসন্ন Nokia X60 ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে HarmonyOS দেখা যাবে। আপাতত ফোনটির চীনা ভার্সনে এই অপারেটিং সিস্টেম থাকবে। আমরা জানি যে, Nokia ফোনগুলি স্টক অ্যান্ড্রয়েড সিস্টেম সহ লঞ্চ হয়। যদিও অনেকেই কাস্টম ওএস পছন্দ করেন। ফলে Nokia, ইউজারদের কথা ভেবে বিকল্প ওএস এর সন্ধান করছে বলে খবর রটেছিল।
Nokia X60 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
নোকিয়া এক্স৬০ ফোনের স্পেসিফিকেশন নিয়ে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে। এই ফোনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকতে পারে বলে কয়েকজন দাবি করেছেন। জানিয়ে রাখি, Mi 12 ফোনে এই ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে। আবার নোকিয়া এক্স৬০ ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৮৯৫ প্রসেসর সহ আসতে পারে।