দেউলিয়া অবস্থা থেকে ফিরিয়ে এনেছিল TVS, সেই Norton এবার দুর্ধর্ষ ইলেকট্রিক বাইক তৈরি করতে চলেছে

টিভিএস (TVS Motor)-এর অধীনস্থ ব্রিটিশ ব্র্যান্ড নর্টন মোটরসাইকেল (Norton Motorcycle) এবার পরিবেশবান্ধব বাইক তৈরি করতে চলেছে। সংস্থাটি একটি হালকা ওজনের, রেসিং পারফরম্যান্স যুক্ত ট্যুরিং রেঞ্জ…

টিভিএস (TVS Motor)-এর অধীনস্থ ব্রিটিশ ব্র্যান্ড নর্টন মোটরসাইকেল (Norton Motorcycle) এবার পরিবেশবান্ধব বাইক তৈরি করতে চলেছে। সংস্থাটি একটি হালকা ওজনের, রেসিং পারফরম্যান্স যুক্ত ট্যুরিং রেঞ্জ মোটরসাইকেল তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছে। নতুন প্রকল্পের নামকরণ করা হয়েছে – প্রোজেক্ট জিরো এমিশন নর্টন। এর জন্য অর্থ জোগাবে ব্রিটিশ সরকারের অ্যাডভান্সড প্রোপালশন সেন্টার ১৯। আড়াই বছরের প্রকল্প এটি।

প্রকল্পটির সম্পর্কে এর চাইতে বেশি কিছু তথ্য জানানো হয়নি। বৈদ্যুতিক যানবাহনের চাহিদায় উত্থান দেখে নর্টন এই প্রকল্পটি হাতে নিয়েছে। তারা জানিয়েছে নতুন মোটরসাইকেল তৈরি করতে ব্রিটেনের আরও ৬টি সংস্থার সাথে জোটবদ্ধ হয়েছে। যার মধ্যে রয়েছে Delta Cosworth, HiSpeed Ltd এবং University of Warwick। এরা প্রত্যেকেই বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে আগে কাজ করেছে।

পারফরম্যান্স এবং রেঞ্জ দু’দিক থেকেই উন্নত বৈদ্যুতিক মোটরসাইকেল তৈরি করাই লক্ষ্য নর্টনের। ডিজাইনের কথা বললে, আসন্ন বাইকটি নর্টনের নিজস্ব ডিজাইন ছাড়াও মডার্ন ডিজাইন এলিমেন্ট সহ আনা হবে। ব্রিটেনের জোগান-শৃঙ্খলের সমস্যা দূর করতে দু’চাকার বৈদ্যুতিক গাড়ির অত্যাবশ্যক সরঞ্জাম যেমন ব্যাটারি, মোটর, চ্যাসিস, কুলিং অয়েল, এবং গাড়ির চার্জার সরবরাহ করতে সে সব সরবরাহকারীদেহ সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে নর্টন।

এদিকে এই প্রকল্পে টিভিএস-এর কোনো অবদান থাকবে কিনা, সে বিষয়ে কোনো নিশ্চিত বার্তা আসেনি। কিন্তু অনুমান করা হচ্ছে আগামী কয়েকদিনে সংস্থার হোসুরের কারখানা থেকে কয়েকজন প্রযুক্তিবিদের ব্রিটেনে যাতায়াত লক্ষ্য করা যাবে। এই প্রসঙ্গে নর্টন মোটরসাইকেলের সিইও রবার্ট হেন্টশেল বলেন, “এই আর্থিক বিনিয়োগ ব্র্যান্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ এটি আমাদের ১০ বছরের বৈদ্যুতিক গাড়ির যাত্রার পরিকল্পনা পূরণ করবে।” উল্লেখ্য, ২০২০ সালে TVS-এর দৌলতেই আইকনিক ব্রিটিশ মোটরসাইকেল ব্র্যান্ড নর্টনের পুনরুজ্জীবন ঘটেছিল। টিভিএস তার একটি বিদেশী শাখা সংস্থার মাধ্যমে নর্টনকে নগদ ১৬ মিলিয়ন পাউন্ডে অধিগ্রহণ করেছিল। আবার এপ্রিলে নর্টনে ১০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড লগ্নির ঘোষণা করেছে টিভিএস।