CMF Watch 2 Pro: 8 জুলাই শুধু ফোন নয়, অত্যাধুনিক স্মার্টঘড়ি লঞ্চ করবে নাথিং, দাম, ফিচার্স কেমন হবে দেখুন

নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ ভারতে তাদের একাধিক নতুন ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন,...
Ananya Sarkar 30 Jun 2024 12:48 PM IST

নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ ভারতে তাদের একাধিক নতুন ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন, সিএমএফ ফোন ১ এবং সিএমএফ বাডস প্রো ২ ইয়ারবাডের সাথে, কোম্পানিটি তাদের নতুন স্মার্টওয়াচ, সিএমএফ ওয়াচ প্রো ২ ও আগামী ৮ জুলাই প্রকাশ করবে। আসন্ন ওয়ারেবলটি ইতিমধ্যেই লঞ্চের দিন ২:৩০ টার সময় থেকে বিক্রির জন্য ফ্লিপকার্ট-এ তালিকাভুক্ত করা হয়েছে। লঞ্চের আগে এখন, স্মার্টওয়াচটির কয়েকটি মূল বৈশিষ্ট্যও প্রকাশ করেছে সংস্থা। কোম্পানিটি সম্প্রতি সিএমএফ ওয়াচ প্রো ২ ডিজাইন এবং ওয়াচফেস সম্পর্কে আভাস দিতে এক্স (আগে টুইটার হিসাবে পরিচিত) হ্যান্ডেল একটি পোস্ট করে। এখন সিএমএফ বাই নাথিং পোস্ট করেছে যে আসন্ন স্মার্টওয়াচটিতে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি থাকবে।

সিএমএফ ওয়াচ প্রো ২ স্মার্টওয়াচের ডিজাইন

সিএমএফ এর লক্ষ্য হল মূল প্রোডাক্ট ফাংশনা লিটির ওপর ফোকাস করার মাধ্যমে একটি আপসহীন অভিজ্ঞতা প্রদান করার পাশাপাশি দুর্দান্ত ডিজাইনও অফার করা। টিজার অনুসারে, সিএমএফ ওয়াচ প্রো ২ এই লক্ষ্য অনুসরণ করবে বলে মনে করা হচ্ছে। লেটেস্ট টিজারে, কোম্পানি আসন্ন স্মার্টওয়াচের অর্ধেক ইমেজ শেয়ার করেছে যেটিকে "এক চমৎকার অলরাউন্ডার" বলে অভিহিত করা হয়েছে।

ঘড়িটি একটি গ্রে কালারের প্যালেটের সাথে একটি বৃত্তাকার ক্রাউন ও একটি বৃত্তাকার বেজেল সহ দেখা যায়। এই পোস্টে ওয়াচ ফেসটি ব্ল্যাক, হোয়াইট এবং অরেঞ্জ কালারের হিন্ট সহ একটি অনুরূপ গ্রে শেডের সাথে দেখা গেছে। কোম্পানি আরও নিশ্চিত করেছে যে ডিভাইসটি অ্যালুমিনিয়াম অ্যালয় বডির সাথে আসবে।

ওয়াচ ফেসগুলি সম্পর্কে কথা বলতে গিয়ে, আরেকটি সাম্প্রতিক পোস্টে, সিএমএফ শেয়ার করেছে যে ডিভাইসটিতে ১০০ টিরও বেশি ওয়াচফেস থাকবে। কোম্পানি জানিয়েছে যে সিএমএফ ওয়াচ প্রো ২ ইউজারদের ওয়াচ ফেসগুলি তৈরি এবং কাস্টমাইজ করার অনুমতি দেবে। সিএমএফ বাই নাথিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েকটি ওয়াচফেসও শেয়ার করেছে।

ভারতে CMF Watch Pro 2 স্মার্ট ওয়াচের মূল্য (প্রত্যাশিত)

লেটেস্ট সিএমএফ ওয়াচ প্রো মূলত ৪,৪৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। সিএমএফ ওয়াচ প্রো ২ সম্ভবত একই দামে লঞ্চ করা হতে পারে, বা ভারতে এর মূল্য কিছুটা বেশিও হতে পারে। তবে এটি দামের পরিসীমা অতিক্রম করবে বলে মনে হয়না। কিন্তু এগুলি কেবলই অনুমান এবং সিএমএফ ওয়াচ প্রো ২ এর আসল দাম সর্ম্পকে জানতে ৮ জুলাইয়ের লঞ্চ ইভেন্টের জন্য অপেক্ষা করতে হবে।

Show Full Article
Next Story