লঞ্চ হতে না হতেই Nothing Phone 1-এর ডিসপ্লেতে সমস্যা, রিপ্লেস মডেলেও একই ত্রুটি

গত ১২ই জুলাই ভারত সহ একাধিক দেশের বাজারে আত্মপ্রকাশ করেছিল Nothing Phone 1। কিন্তু লঞ্চের কিছু সময়ের মধ্যেই উক্ত ফোনের...
Ananya Sarkar 19 July 2022 6:00 PM IST

গত ১২ই জুলাই ভারত সহ একাধিক দেশের বাজারে আত্মপ্রকাশ করেছিল Nothing Phone 1। কিন্তু লঞ্চের কিছু সময়ের মধ্যেই উক্ত ফোনের ব্যবহারকারীরা ডিসপ্লে সংক্রান্ত একাধিক সমস্যা রিপোর্ট করেছেন। অনেকেই দাবি করেছেন যে, তারা যে ফোন হাতে পেয়েছেন সেটির স্ক্রিনে গ্রীন টিন্ট এবং ডেড পিক্সেল দেখা গেছে। কিছু ব্যক্তি আবার প্রমান সহকারে তাদের অভিযোগ সংস্থা অবধি পৌঁছনোর জন্য টুইটারে এই ডিসপ্লে ইস্যুর একটি ছোট ক্লিপও শেয়ার করেছেন। সর্বোপরি, ডিসপুট মডেলের পরিবর্তে দেওয়া প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট ফোনগুলিও অনুরূপ ত্রুটির সাথে এসেছে বলে অধিকাংশ ব্যবহারকারী জানিয়েছেন।

উল্লেখ্য, লন্ডন-ভিত্তিক সংস্থাটি তাদের প্রথম স্মার্টফোন হিসাবে উক্ত মডেলকে আড়ম্বরের সাথে লঞ্চ করে গত সপ্তাহে। কিন্তু লঞ্চের পরমুহূর্তেই Nothing -কে একাধিক বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয় - প্রথমটি দক্ষিণ ভারতীয় কন্টাক্ট ক্রিয়েটারদের রিভিউ ইউনিট না পাঠানোর কারণে এবং দ্বিতীয়টি হল আলোচ্য স্ক্রীন ইস্যুর দরুন।

নাথিং ফোন ১ স্মার্টফোনের ডিসপ্লেতে দেখা গেলো গ্রীন টিন্ট এবং ডেড পিক্সেল (Nothing Phone 1 Users Complain of Green Tint & Dead Pixels on Screen)

সম্প্রতি বেশ কয়েকজন নাথিং ফোন ১ ব্যবহারকারী মাইক্রোব্লগিং সাইট টুইটারে শর্ট ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওগুলিতে স্পষ্ট, সদ্য লঞ্চ হওয়া এই স্মার্টফোনের স্ক্রিনে সমস্যা রয়েছে। আরও কয়েকজন অভিযোগ করেছেন যে, তারা পাঞ্চ-হোল ক্যামেরা কাটআউটের কাছে একটি ডেড পিক্সেল সহ নাথিংয়ের নতুন ফোন হাতে পেয়েছেন। শুধু টুইটার নয়, কিছু ব্যবহারকারী আবার রেডিট (reddit) সাইটেও তাদের সমস্যার কথা প্রকাশ্যে এনেছেন। যদিও সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাই এই সমস্যার কোন সমাধান আছে কিনা, সেই ব্যাপারেও আমরা এই মুহূর্তে নিশ্চিত ভাবে বলতে পারছি না।

প্রসঙ্গত, শুধুমাত্র ক্রেতারা নয়, অনেক গ্যাজেট রিভিউ সাইট গ্রীন টিন্ট যুক্ত ডেমো স্মার্টফোন পেয়েছেন নাথিংয়ের তরফ থেকে। তবে এই ধরনের ডিসপ্লে জনিত সমস্যা যে প্রথমবার ঘটেছে তা একদমই নয়। পূর্বে লঞ্চ হওয়া OLED ডিসপ্লে সমন্বিত Pixel 6, Pixel 6 Pro, iPhone 12, Samsung Galaxy Note 20 Ultra স্মার্টফোনগুলিতেও এই অনুরূপ কালার টিন্টের সমস্যা দেখা গিয়েছিল। যদিও পরবর্তী সময়ে সফ্টওয়্যার আপডেট দিয়ে সংস্থাগুলি এই জাতীয় ডিসপ্লে ইস্যু সমাধান করেছিল।

নাথিং ফোন ১ -এর স্পেসিফিকেশন (Nothing Phone 1 Specification)

ডুয়েল-সিমের (ন্যানো) নাথিং ফোন ১ স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা সহ ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, ৪০২ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১,২০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। জানিয়ে রাখি, গ্লাস ডিজাইনের সাথে আসার দরুন ডিভাইসটির ব্যাক প্যানেলেও কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা মিলবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর সহ এসেছে। নাথিংয়ের এই ফোন অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। এই হ্যান্ডসেটে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ উপলব্ধ। সিকিউরিটির জন্য ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।

ফটোগ্রাফির জন্য, Nothing Phone 1 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Nothing Phone 1 মডেলে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট কিউআই (QI) ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Show Full Article
Next Story