Nothing Phone (1) কবে ও কত দামে লঞ্চ হবে, সামনে এল রিপোর্ট

নয়া টেক ব্র্যান্ড নাথিং (Nothing)-এর আপকামিং Nothing Phone (1) হ্যান্ডসেটকে নিয়ে বেশ কয়েকমাস ধরেই জল্পনা চলছে। আশা করা হচ্ছে, এই ফোনটি শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে।…

নয়া টেক ব্র্যান্ড নাথিং (Nothing)-এর আপকামিং Nothing Phone (1) হ্যান্ডসেটকে নিয়ে বেশ কয়েকমাস ধরেই জল্পনা চলছে। আশা করা হচ্ছে, এই ফোনটি শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে। প্রসঙ্গত, ওয়ানপ্লাস (OnePlus)-এর সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই ২০২০ সালের সেপ্টেম্বর মাসে নাথিং ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন। গত বছর এই সংস্থার প্রথম ডিভাইস হিসেবে Ear (1) ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডটি বাজারে উন্মোচিত হয়। আবার চলতি বছরের মার্চ মাসে নাথিংয়ের তরফে নিশ্চিত করা হয় যে, তারা Nothing Phone (1) নামে ব্র্যান্ডের প্রথম স্মার্টফোনটির ওপর কাজ করছে। সেই সময়ে, পেই জানিয়েছিলেন যে, ২০২২ সালের গ্রীষ্মে এই স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে, যা ইঙ্গিত দেয়, এটি চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বাজারে পা রাখতে পারে। এখন আবার একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, এবছর জুলাই মাসে Nothing Phone (1) হ্যান্ডসেটটি বাজারে লঞ্চ করা হবে। রিপোর্টে আসন্ন ফোনটির লঞ্চের তারিখের পাশাপাশি, এর দাম সম্পর্কেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

Nothing Phone (1) বাজারে আসছে জুলাই মাসে

জার্মান প্রকাশনা সংস্থা অল রাউন্ড পিসি (All Round PC) এর নতুন রিপোর্ট অনুযায়ী, নাথিং ফোন (১) আগামী ২১ জুলাই মার্কেটে লঞ্চ হতে পারে। তবে, এটি এখনও স্পষ্ট নয় যে, উল্লিখিত তারিখে হ্যান্ডসেটটির জন্য লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে, নাকি ওইদিনই ডিভাইসটির প্রথম সেল চালু হবে।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত নাথিং ফোন (১)-এর স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফোনটির দাম ৫০০ ইউরো (প্রায় ৪১,৫০০ টাকা) মধ্যেই রাখা হবে। আর এই দাম দেখে আন্দাজ করা যায় যে, নাথিং ফোন (১) ফ্ল্যাগশিপ ডিভাইস নাও হতে পারে। এটি একটি স্বচ্ছ ডিজাইন সহ আকর্ষণীয় দামের মিড-রেঞ্জ ফোন হতে পারে। সম্প্রতি কার্ল পেই তার একটি টুইটে ইঙ্গিত দিয়েছেন, আসন্ন ডিভাইসটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।

উল্লেখ্য, এখনও অবধি বিভিন্ন রিপোর্ট এবং সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, Nothing Phone (1)-এ লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসরটি ব্যবহার করা হবে এবং এটি অ্যান্ড্রয়েড ভিত্তিক নাথিং ওএস (Nothing OS) ইউজার ইন্টারফেসে রান করবে। ডিভাইসটি ৩ বছরের ওএস আপগ্রেড এবং ৪ বছরের জন্য সেফটি আপডেট পাবে। আশা করা যায়, Nothing Phone (1) সম্পর্কে আরও তথ্য আগামী কয়েক দিনের মধ্যেই সামনে আসবে।