সাড়া জাগানো Nothing Phone 1 অবশেষে লঞ্চ হল, ৫০ মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনের দাম জেনে নিন

অবশেষে স্মার্টফোন অনুরাগীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারত সহ একাধিক দেশের বাজারে উন্মোচিত হল Nothing Phone 1।...
Ananya Sarkar 12 July 2022 11:59 PM IST

অবশেষে স্মার্টফোন অনুরাগীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারত সহ একাধিক দেশের বাজারে উন্মোচিত হল Nothing Phone 1। লন্ডন-ভিত্তিক সংস্থা নাথিংয়ের এই প্রথম স্মার্টফোনটি ক্লিয়ার ব্যাক প্যানেল সহ একটি অভিনব ডিজাইন অফার করে৷ হ্যান্ডসেটটির রিয়ার শেলে অবস্থিত এলইডি স্ট্রিপগুলি এর সৌন্দর্য্য আরও বৃদ্ধি করেছে। ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ওলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 778G+ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে৷ চলুন নতুন Nothing Phone 1-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে নাথিং ফোন ১-এর মূল্য ও লভ্যতা (Nothing Phone 1 Price and Availability)

ভারতে নাথিং ফোন ১-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩২,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ৩৫,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ টপ-এন্ড মডেলটি কেনা যাবে ৩৮,৯৯৯ টাকায়। নাথিং ফোন ১ আগামী ২১ জুলাই সন্ধ্যা ৭:০০ টা থেকে ভারতের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এ ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালার অপশনে কেনার জন্য উপলব্ধ হবে।

আবার, নাথিং এই হ্যান্ডসেটের দামের ওপর ছাড়ও দিচ্ছে। যারা ফোনটির প্রি-অর্ডার করেছেন তারা এটি যথাক্রমে ৩১,৯৯৯ টাকা (৮ জিবি + ১২৮ জিবি), ৩৪,৯৯৯ টাকা (৮ জিবি + ২৫৬ জিবি) এবং ৩৭,৯৯৯ টাকা (১২ জিবি + ২৫৬ জিবি) দামে কিনতে পারবেন। প্রি-অর্ডার করা গ্রাহকদের কোম্পানি আরও কয়েকটি অফারও দিচ্ছে। তারা ফোনটির দামের ওপর এইচডিএফসি (HDFC) ক্রেডিট কার্ড (ইএমআই এবং ফুল সোয়াইপ) এবং ডেবিট কার্ডের (ইএমআই) মাধ্যমে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ছাড় পাবেন, যা ৩ এবং ৬ মাসের ইএমআই ক্লাবড করা হবে। এক্সচেঞ্জ অফারের পাশাপাশি নির্বাচিত স্মার্টফোনগুলিতে বাম্পড আপ এক্সচেঞ্জও পাওয়া যাবে।

এছাড়া, প্রি-অর্ডার করা গ্রাহকরা নাথিং ফোন ১-এর ৪৫ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার এবং নাথিং ইয়ার ১ ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনটি ১,০০০ টাকার ছাড়ের সাথে যথাক্রমে ১,৪৯৯ টাকা এবং ৫,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এই ডিভাইসগুলির আসল দাম ২,৪৯৯ টাকা এবং ৬,৯৯৯ টাকা।

নাথিং ফোন ১-এর স্পেসিফিকেশন (Nothing Phone 1 Specifications)

ডুয়েল-সিমের (ন্যানো) নাথিং ফোন ১-এ ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা সহ ৬.৫৫ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) ওলেড ডিসপ্লে রয়েছে। ডিভাইসটির ব্যাক প্যানেলেও কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা মিলবে। এর পাশাপাশি এই ডিসপ্লেটি এইচডিআর১০+ সাপোর্ট, ৪০২ পিপিআই পিক্সেল ঘনত্ব এবং ১,২০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। নাথিং ফোন ১ অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Nothing Phone 1-এর ব্যাক প্যানেলে দুটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে। তার মধ্যে প্রথমটি হল এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) অফার করে। আর দ্বিতীয়টি হল এফ/২.২ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন১ আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS), ১১৪ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ এবং একটি ম্যাক্রো মোড সাপোর্ট করে। ফোনটি প্যানোরামা নাইট মোড, পোর্ট্রেট মোড, সিন ডিটেকশন, এক্সট্রিম নাইট মোড এবং এক্সপার্ট মোড-এর মতো ফটোগ্রাফি ফিচারগুলি অফার করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, Nothing Phone 1 হ্যান্ডসেটের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ফ্রন্ট ক্যামেরা সেন্সর বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Nothing Phone 1-এ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট কিউআই ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আবার এই ডিভাইসের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ওয়াই-ফাই ৬ ডিরেক্ট, ব্লুটুথ ভি৫.২, এনএফসি, জিপিএস/এ-জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, কিউজেডএসএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এই নয়া হ্যান্ডসেটটির অনবোর্ড সেন্সরগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমিটার, ইলেকট্রনিক কম্পাস, জাইরোস্কোপ, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর।

এছাড়াও, Nothing Phone 1-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ফেসিয়াল রেকগনিশন, যা মুখের আবরণের সাথেও কাজ করে, ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৫৩ রেটিং, ডুয়েল স্টেরিও স্পিকার এবং তিনটি মাইক্রোফোন। এতে একটি গ্লিফ (Glyph) ইন্টারফেস রয়েছে, যা ব্যবহারকারীদের পৃথক কনট্যাক্ট এবং নোটিফিকেশনগুলির জন্য ফোনের পিছনের লাইট এফেক্টগুলি পার্সোনালাইস করতে দেয়৷ সবশেষে, নাথিংয়ের তরফে জানানো হয়েছে যে, এই ফোনে ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৪ বছরের সিকিউরিটি প্যাচ (প্রতি ২ মাস অন্তর) অফার করা হবে।

Show Full Article
Next Story