স্থায়িত্ব পরীক্ষায় পাশ করল Nothing Phone 1, বেন্ড টেস্টে পিছনে ফেললো OnePlus 10 Pro কেও
গত মাসেই যুক্তরাষ্ট্র ভিত্তিক স্টার্টআপ নাথিং লঞ্চ করে তাদের প্রথম স্মার্টফোন, Nothing Phone 1। অভিনব ক্লিয়ার ব্যাক...গত মাসেই যুক্তরাষ্ট্র ভিত্তিক স্টার্টআপ নাথিং লঞ্চ করে তাদের প্রথম স্মার্টফোন, Nothing Phone 1। অভিনব ক্লিয়ার ব্যাক ডিজাইন এবং মিড-রেঞ্জের স্পেসিফিকেশনের সাথে বাজারে আত্মপ্রকাশ করার পর, বিশ্লেষকরা এই ফোনটির দীর্ঘমেয়াদী পারফরম্যান্স পর্যালোচনার জন্য নিয়মিতভাবে এবং বিস্তারিতভাবে অনুসন্ধান শুরু করেছেন। ইতিমধ্যেই Nothing Phone 1-এর ব্যাটারি লাইফ এবং ডিভাইসটি মেরামত করা কতটা কঠিন তা নিয়ে রিপোর্ট সামনে এসেছে। আর এখন, এক জনপ্রিয় ইউটিউবার ডিভাইসটির সহ্য ক্ষমতা কতটা তা দেখার জন্য একটি কঠোর স্থায়িত্ব পরীক্ষা করেছেন। আসুন এই পরীক্ষার ফলাফলটি দেখে নেওয়া যাক।
সামনে এল Nothing Phone 1-এর ডিউরবিলিটি টেস্টের ফলাফল
টেক ইউটিউবার জ্যাক নেলসন ওরফে জেরিরিগএভরিথিং (JerryRigEverything) সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে সদ্য লঞ্চ হওয়া নাথিং ফোন ১-এর ওপর একটি কঠোর স্থায়িত্ব পরীক্ষার ভিডিও পোস্ট করেছেন। এই ডিভাইসটিতে ড্রপ এবং স্ক্র্যাচের বিরুদ্ধে সুরক্ষার একাধিক স্তর থাকার কারণে পরীক্ষা চলাকালীন কিছু জায়গায় কয়েকটি ছোটখাটো দাগ ছাড়া আর কোনও ক্ষতি হয়নি। এরপর নাথিং ফোন ১-এর ডিসপ্লে স্ক্র্যাচ করে নেলসন তার পরীক্ষা শুরু করেন। মোহস হার্ডনেস লেভেল ৬-এ স্ক্রিনে স্ক্র্যাচ দেখা যেতে শুরু করে এবং লেভেল ৭-এ, স্ক্র্যাচগুলি আরও গভীর হয়। সুতরাং ডিভাইসের রিয়ার প্যানেল এবং ডিসপ্লেতে গাড়ির চাবির মতো ধাতব বস্তু স্ক্র্যাচ ফেলতে না। তবে, গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা যুক্ত এই ডিভাইসের ডিসপ্লেটি তীক্ষ্ণ জিনিস থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত নয়।
আবার, ডিসপ্লে এবং পিছনের জন্য স্ক্র্যাচ টেস্টের পরে, ইউটিউবার একটি ছুরি দিয়ে ডিভাইসের ধারগুলিকে স্ক্র্যাপ করে প্রকাশ করেন যে, এটি সম্পূর্ণরূপে অ্যালুমিনিয়াম দ্বারা নির্মিত হওয়ার দাবিটি সত্য। তিনি ডিভাইসটির ডিসপ্লে পরীক্ষা করেন যা লাইটারের শিখার নীচে থাকার ৪০ সেকেন্ড পরে বেশিরভাগই রিকভার করতে সক্ষম হয়েছিল।
এরপর, চূড়ান্ত পরীক্ষা ছিল বেন্ড টেস্ট, যেটি চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া OnePlus 10 Pro ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছিল এবং ভেঙে দু-টুকরো হয়ে গিয়েছিল। যখন ডিভাইসের পেছন থেকে চাপ প্রয়োগ করা হয় তখন Nothing Phone 1 সেই চাপ সহজেই সহ্য করে নিয়েছিল, তবে জ্যাক নেলসন যখন সামনের দিকে আসেন, তখন ডিভাইসটি সামান্য ক্র্যাকিংয়ের শব্দের সাথে কিছুটা বেন্ড হয়। সামনের দিকে আরও চাপ প্রয়োগ করলে, ডিভাইসটির অ্যান্টেনা ব্যান্ডের চারপাশে একটু বিচ্ছিন্নতা দেখা যায়, তবে চাপ প্রয়োগ করা বন্ধ করলে এটি স্বাভাবিক অবস্থায় ফিরে যায়।
সবশেষে, এই কঠোর ডিউরবিলিটি টেস্টের ফলাফল হিসেবে এটাই সামনে এসেছে যে, Nothing Phone 1 সামান্য বেন্ড হওয়া ছাড়া, স্থায়িত্ব পরীক্ষায় সফলভাবেই উত্তীর্ণ হতে পেরেছে। অভ্যন্তরীণভাবে ফোনটিতে একটি শক্তিশালী মেকানিজম রয়েছে, যা একে ভাঙা যাওয়া থেকে আটকাতে পারে।