Nothing Phone 1 vs Oppo Reno 8 5G: নার্থিং নাকি ওপ্পোর ফোন কেনা লাভজনক জেনে নিন

সমগ্র জুলাই মাস জুড়ে আমরা ভারতের বাজারে বিভিন্ন টেক ব্র্যান্ডকে অজস্র স্মার্টফোন আনতে দেখেছি। যার মধ্যে স্বতন্ত্র তথা...
SUPARNA 2 Aug 2022 1:27 PM IST

সমগ্র জুলাই মাস জুড়ে আমরা ভারতের বাজারে বিভিন্ন টেক ব্র্যান্ডকে অজস্র স্মার্টফোন আনতে দেখেছি। যার মধ্যে স্বতন্ত্র তথা অন্যন্য ডিজাইনের সাথে আসার দরুন গত ১২ই জুলাই লঞ্চ হওয়া Nothing Phone 1 মডেলটি আমাদের ব্যাপকভাবে নজর কেড়েছে। তবে উক্ত ফোনটি আত্মপ্রকাশের ঠিক এক সপ্তাহের মাথায় বহুল প্রতীক্ষিত Oppo Reno 8 স্মার্টফোন সিরিজও এদেশে পা রেখেছিল। এক্ষেত্রে, আলোচ্য সিরিজ অন্তর্গত Oppo Reno 8 5G এবং Nothing বিকশিত 'ফার্স্ট এভার' স্মার্টফোনটি প্রায় সাদৃশ্যপূর্ণ ফিচার ও হাই-মিড রেঞ্জের অধীনে আসার কারণে ভারতে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। ফলে উল্লেখিত মডেল দুটির মধ্যে 'সেরার শিরোপা' কে পাবে তা কিন্তু যথেষ্ট বিচার্য বিষয় হয়ে উঠেছে এখন। তাই আজ আমরা Oppo Reno 8 5G এবং Nothing Phone 1 স্মার্টফোন দুটির মধ্যে দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করবো। প্রসঙ্গত জানিয়ে রাখি উভয় হ্যান্ডসেটেই - FHD+ ডিসপ্লে প্যানেল, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি উপলব্ধ। চলুন সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের নিরিখে Oppo ও Nothing ব্র্যান্ডিং সহ আসা ফোন দুটির মধ্যে কোনটি সর্বাধিক সেরা তা দেখে নেওয়া যাক।

Oppo Reno 8 5G vs Nothing Phone 1 : ডিসপ্লে, সেন্সর

ডুয়েল-সিমের (ন্যানো) ওপ্পো রেনো ৮ ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০পিক্সেল) AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। বায়োমেট্রিক প্রমাণীকরণের জন্য থাকছে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ডুয়েল-সিমের (ন্যানো) নাথিং ফোন ১ স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা সহ ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, ৪০২ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১,২০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। ইউজারের ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখতে এই হ্যান্ডসেটে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।

Oppo Reno 8 5G vs Nothing Phone 1 : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

উন্নত পারফরম্যান্স অফার করতে ওপ্পো রেনো ৮ মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর অক্টা-কোর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিন দ্বারা চালিত। আর স্টোরেজ হিসাবে ডিভাইসে, ৮ জিবি LPDDR4X র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 রম পাওয়া যাবে।

নাথিং ফোন ১ স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নাথিংওএস (NothingOS) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। নাথিংয়ের এই ফোনে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ উপলব্ধ।

Oppo Reno 8 5G vs Nothing Phone 1 : ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য, ওপ্পো রেনো ৮ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ও ১১২-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য হ্যান্ডসেটের সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, নাথিং ফোন ১ স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার মধ্যে প্রথমটি হল – অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS), ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) ও এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর। আর দ্বিতীয়টি হল – ৫০ মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা এফ/২.২ অ্যাপারচার, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS), ১১৪-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ এবং একটি ম্যাক্রো মোড সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে।

Oppo Reno 8 5G vs Nothing Phone 1 : ব্যাটারি, চার্জিং টেকনোলজি, কানেক্টিভিটি অপশন

ওপ্পো রেনো ৮ ৫জি হ্যান্ডসেটের কানেক্টিভিটি অপশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.৩, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। আর পাওয়ার ব্যাকআপের জন্য, উক্ত মডেলে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটির জন্য নাথিং ফোন ১ মডেলে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ওয়াই-ফাই ৬ ডিরেক্ট, ব্লুটুথ ভি৫.২, এনএফসি, জিপিএস/এ-জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, কিউজেডএসএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, নাথিংয়ের এই 'ফার্স্ট এভার' হ্যান্ডসেটে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে।

Oppo Reno 8 5G vs Nothing Phone 1 : পরিমাপ

ওপ্পো রেনো ৮ সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলের পরিমাপ ১৬০x৭৩.৪x৭.৬৭ মিমি এবং ওজন ১৭৯ গ্রাম।

নাথিং ফোন ১ স্মার্টফোনের পরিমাপ ১৫৯.২x৭৫.৮x৮.৩মিমি এবং ওজন ১৯৩.৫ গ্রাম।

Oppo Reno 8 5G vs Nothing Phone 1 : দাম

ওপ্পো রেনো ৮ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এটিকে সিমার গোল্ড এবং সিমার ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে।

ভারতীয় বাজারে, নাথিং ফোন ১ স্মার্টফোনকে তিনটি ভিন্ন স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩২,৯৯৯ টাকা। আবার, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড মডেলকে যথাক্রমে ৩৫,৯৯৯ টাকায় ও ৩৮,৯৯৯ টাকায় নিয়ে আসা হয়েছে। এটিকে ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে কেনা যাবে।

Show Full Article
Next Story