ভারতে নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল নাথিং, এই তারিখে লঞ্চ হবে Nothing Phone 2a Plus

গত মার্চ মাসে নাথিং ফোন ২এ হ্যান্ডসেটটি লঞ্চ করার পর, লন্ডন-ভিত্তিক কোম্পানিটি সম্প্রতি তাদের সাব-ব্র্যান্ড সিএমএফ-এর...
Ananya Sarkar 20 July 2024 7:01 PM IST

গত মার্চ মাসে নাথিং ফোন ২এ হ্যান্ডসেটটি লঞ্চ করার পর, লন্ডন-ভিত্তিক কোম্পানিটি সম্প্রতি তাদের সাব-ব্র্যান্ড সিএমএফ-এর অধীনে একটি অনন্য মডিউলার ব্যাক ডিজাইন সহ একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে৷ এগুলির আত্মপ্রকাশের পর প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে নাথিং এবছর আর কোনও ফোন বাজারে আনবে না। কিন্তু পরবর্তী প্রজন্মের নাথিং ফোন ৩ মডেলটি আগামী বছর লঞ্চ হবে বলে নিশ্চিত করা হলেও, নাথিং ফোন ২এ প্লাস নামে নতুন একটি ডিভাইস সর্ম্পকে নানা তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। আর এখন ব্র্যান্ডটি ভারতে নাথিং ফোন ২এ প্লাস ফোনের লঞ্চের তারিখটি নিশ্চিত করেছে। চলতি মাসের শেষের দিকে ডিভাইসটি এদেশের বাজারে পা রাখবে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নাথিং ফোন ২এ প্লাস চলতি মাসেই আসছে ভারতীয় বাজারে

সোশ্যাল মিডিয়ায় নাথিং পোকেমন মেগা অ্যারোড্যাক্টিলের একটি ছবি এবং একটি স্বতন্ত্র “প্লাস” চিহ্ন পোস্ট করার পর থেকেই নাথিং ফোন ২এ প্লাস হ্যান্ডসেটের আগমন নিয়ে জল্পনা শুরু হয়৷ আর এখন ব্র্যান্ডের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, এই ডিভাইসটি আগামী ৩১ শে জুলাই ভারতীয় বাজারে পা রাখবে।

জানিয়ে রাখি, নাথিং তাদের ডিভাইসগুলির জন্য কোডনেম হিসাবে অ্যানিমে সিরিজ, পোকেমনের বিভিন্ন জীবের নাম ব্যবহার করে এবং মার্চ মাসে লঞ্চ হওয়া নাথিং ফোন ২এ মডেলটির অভ্যন্তরীণ নাম ছিল অ্যারোড্যাক্টিল। সুতরাং এর সাথে একটি ‘যোগ’ চিহ্ন আসন্ন "প্লাস" মডেলের আগমনের দিকে ইঙ্গিত করছিল। আর এখন কোম্পানি এবিষয়ে স্পষ্টভাবে ঘোষণা করেছে।

অন্যদিকে আবার, ভারতীয় টেলকম অপারেটর জিও সম্প্রতি তাদের ডেটাবেসে নাথিং ফোন ২এ প্লাস নামে একটি ডিভাইসকে তালিকাভুক্ত করেছে। যদিও এটি ডিভাইসের অস্তিত্ব নিশ্চিত করেনি, তবে এটি অবশ্যই জোরালো ইঙ্গিত দিয়েছিল। নাথিং ফোন ২এ প্লাস হ্যান্ডসেটের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। প্লাস মডেলটি কোন কোন দিক থেকে স্ট্যান্ডার্ড ফোন ২এ মডেলের থেকে আলাদা, তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, নাথিং ফোন ২এ মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রো চিপসেট এবং সক্ষম ডুয়েল ক্যামেরা সিস্টেম সহ একটি আকর্ষণীয় মিড-রেঞ্জ ডিভাইস৷ সম্ভবত, নাথিং ফোন ২এ প্লাস ভ্যারিয়েন্টটিতে ক্যামেরা সিস্টেম, প্রসেসর বা ব্যাটারি লাইফের উন্নতি দেখা যেতে পারে।

Show Full Article
Next Story