Nothing Phone Launch: নাথিং এবার স্মার্টফোন লঞ্চ করবে, ইঙ্গিত দিলেন OnePlus এর সহ প্রতিষ্ঠাতা Carl Pei

ওয়ানপ্লাস (OnePlus)-কে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়ে কর্মজীবনের নতুন ইনিংস শুরু করেছেন কার্ল পাই (Carl Pai)। ওয়ানপ্লাস-এর...
SHUVRO 16 Feb 2022 2:07 PM IST

ওয়ানপ্লাস (OnePlus)-কে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়ে কর্মজীবনের নতুন ইনিংস শুরু করেছেন কার্ল পাই (Carl Pai)। ওয়ানপ্লাস-এর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এখন তিনি ব্রিটেনের সংস্থা নাথিং (Nothing)-এর প্রতিষ্ঠাতা। যারা অল্প সময়ে ট্রু-ওয়্যারলেস ইয়ারবাডসের বাজারে একটি সুপরিচিত নাম হয়ে উঠেছে। এবার স্মার্টফোন তৈরিতেও হাতেখড়ি করতে চলেছে নাথিং। কার্ল পাই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি ঠিকই। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সে দিকেই ইঙ্গিত করছে।

অন্যান্যদের হাতে তৈরি নিম্নমানের স্মার্টফোনের সঙ্গে গ্রাহকরা কেন থিতু হতে যাবেন? এমন এক স্মার্টফোন যা অন্যান্য সংস্থার তুলনায় হাই-এন্ড কোয়ালিটি অফার করবে আবার পকেটেও বেশি চাপ ফেলবে না। এমনই ভাবনা থেকে ২০১৩ সালে ওয়ানপ্লাস গড়ে তোলেন ওপ্পো (Oppo)-র প্রাক্তনী পিট লাউ (Pete Lau) এবং কার্ল পাই। 'নেভার সেটেল' (Never Settle) প্রচারের মাধ্যমে সাড়া ফেলে পরের বছরই তারা বাজারে নিয়ে আসেন ওয়ানপ্লাস ওয়ান (OnePlus One)। আর ফিরে তাকাতে হয়নি৷ বর্তমানে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন মানেই নবীন প্রজন্মের প্রথম পছন্দ ওয়ানপ্লাস।

২০২০-তে ওয়ানপ্লাস ছেড়ে গত বছর নতুন উদ্যমে নাথিং বলে একটি সংস্থার প্রতিষ্ঠা করেন কার্ল পাই। নাথিং বর্তমানে শুধু প্রিমিয়াম ইয়ারবাডস তৈরি করে। তবে কতদিন স্মার্টফোন নিয়ে উদ্ভাবনের নেশা থেকে দূরে থাকবেন পাই, প্রযুক্তিমহলে সেই নিয়ে চর্চা অনেকদিন ধরেই। জল্পনার অবসান ঘটার চেয়েও বলা ভাল, সত্যিই সে মুঠোফোনের বিষয়ে তিনি বড় কিছু ভাবছেন, তা পরপর কয়েকটি টুইটে স্পষ্ট।

জল্পনার সূত্রপাত এগারো ঘন্টা আগে (প্রতিবেদন লেখা পর্যন্ত)। নাথিং-এর একটি কল্পিত স্মার্টফোনের স্কেচ প্রকাশ করেছিলেন একজন টুইটার ব্যবহারকারী। সেটাই রিটুইট করেন পাই৷ তার মিনিট ছয় পরে গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে ট্যাগ করে পাই লেখেন, "অ্যান্ড্রয়েড ১২ বেশ ভাল"। এর আধা ঘন্টা পরেই আসে সেই বার্তা৷ যা শোনার জন্য অনেকেই মুখিয়ে ছিলেন। "ব্যাক অন অ্যান্ড্রয়েড" লিখে টুইট করেন পাই।

অ্যান্ড্রয়েডের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও পাইয়ের প্রতি বার্তা আসে। একধাপ উপরে উঠে পার্টনারশিপের আভাস দিয়ে চিপ নির্মাতা কোয়ালকম (Qualcomm) সেই টুইটের প্রতুত্তরে একটি একটি স্কেচ পোস্ট করে। তাতে দেখা যায়, তিনজন পেশীবহুল ব্যক্তি একে অপরের হাত ধরে আছেন। রহস্যময় টুইটগুলি একটি বিষয়ের দিকেই ইঙ্গিত বহন করছে - নাথিং-এর হাত ধরে ফের স্মার্টফোনের জগতে প্রবেশ করছেন কার্ল পাই। এবং সংস্থার প্রথম মডেল লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে আসবে।

ডিভাইসটি কবে লঞ্চ হবে, কেমন ফিচার থাকবে, সেটা এখনও অজানা। তবে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, প্রথম Nothing স্মার্টফোন চলতি বছরের প্রথমার্ধেই আত্মপ্রকাশ করতে পারে।

প্রসঙ্গত, অ্যান্ড্রয়েডের প্রাণপুরুষ অ্যান্ডি রুবিন (Andy Rubin)-এর স্মার্টফোন ব্র্যান্ড এসেন্সিয়াল (Essential) ইতিমধ্যেই কিনে ফেলেছে নাথিং। পাই চাইলে তিনি এসেন্সিয়ালের লোগো বা নাম ব্যবহার করেও ফোন বিক্রি করতে পারবেন। ঘটনাচক্রে, পূর্বে ভারতে নাথিংয়ের সহ-সভাপতি মনু শর্মা (Monu Sharma) বলেছিলেন, তারা ব্যবসার পরিসর বাড়াতে নানা পরিকল্পনা করছেন। ইয়ারবাডসের পর পাঁচটি নতুন পণ্য লঞ্চের ভাবনায় রয়েছে। সেগুলির মধ্যে স্মার্টফোনই কি প্রথম? এখন নিশ্চিত হয়ে 'হ্যাঁ' বলাই যায়!

Show Full Article
Next Story