CMF Phone 1: ঝড় তুলল নাথিং, 3 ঘন্টায় 1 লাখ স্মার্টফোন বিক্রি করে পুরো চমকে দিল

চলতি সপ্তাহের শুরুতেই নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ তাদের বেশকিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করে। তবে স্পটলাইট ছিল ব্র্যান্ডের...
Ananya Sarkar 13 July 2024 12:49 PM IST

চলতি সপ্তাহের শুরুতেই নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ তাদের বেশকিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করে। তবে স্পটলাইট ছিল ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন, সিএমএফ ফোন ১ হ্যান্ডসেটটির ওপর। গতকাল (১২ জুলাই) এই ফোনটি প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ হয় এবং সেল শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আকর্ষণীয় বিক্রয় পরিসংখ্যান অর্জন করেছে। কোম্পানি করেছে দাবি যে, মাত্র তিন ঘণ্টায় বিভিন্ন চ্যানেলে সিএমএফ ফোন ১ মডেলের ১ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। এটি ২৪ ঘন্টার মধ্যে একই মাইলফলক পর করা নাথিং ফোন (২এ) এর রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আসুন এই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

সিএমএফ ফোন ১ তিন ঘণ্টায় ১ লক্ষ ইউনিট সেলের মার্ক অতিক্রম করলো

সিএমএফ ফোন ১ হ্যান্ডসেটের দাম শুরু হচ্ছে ১৫,৯৯৯ টাকা থেকে। এটি ফোনটির ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির জন্য। আর উচ্চতর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটি মিলবে ১৭,৯৯৯ টাকায়। লঞ্চ ডে প্রমোশন হিসাবে ফ্লিপকার্টে সিএমএফ পাওয়ার ৩৩ ওয়াট চার্জারে নির্বাচিত ব্যাঙ্কগুলির গ্রাহকদের ডিসকাউন্ট অফার করা হয়েছে। সিএমএফ ফোন ১ বর্তমানে ফ্লিপকার্ট, ক্রোমা, বিজয় সেলস এবং অন্যান্য পার্টনার স্টোরে পাওয়া যাচ্ছে।

সিএমএফ ফোন ১ মডেলের স্পেসিফিকেশন

সিএমএফ ফোন ১ হ্যান্ডসেটে ফিঙ্গারপ্রিন্ট রিডার সহ ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং হাই ব্রাইটনেস লেভেল অফার করে। ফোনটির পিছনের প্যানেলে একটি ক্যামেরা মডিউল এবং চারটি স্ক্রু সহ একটি কাস্টমাইজযোগ্য ডিজাইন রয়েছে, যা ব্যবহারকারীদের ব্যাক কভার (লাইট গ্রীন, ব্লু ও অরেঞ্জ) পরিবর্তন করতে এবং একটি বিশেষ ডায়াল অন্তর্ভুক্ত করতে ও স্ক্রু ড্রাইভার ব্যবহার করে স্ট্যান্ড বা ল্যানিয়ার্ডের মতো অ্যাক্সেসরিগুলি সংযুক্ত করতে দেয়।

সিএমএফ ফোন ১ হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসরে চলে। এতে মিলবে ৬ জিবি/ ৮ জিবি র‍্যাম, যা ভার্চুয়াল র‍্যামের সাথে সম্প্রসারণ করা যায়। ফোনটি ১২৮ জিবি স্টোরেজ ক্ষমতা অফার করে। ডিভাইসটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিএমএফ ফোন ১ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নাথিং ওএস ২.৬ অপারেটিং সিস্টেমে চলে৷

ফটোগ্রাফির জন্য, সিএমএফ ফোন ১ এর ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং পোর্ট্রেটের জন্য একটি সেকেন্ডারি লেন্স রয়েছে। আর সেলফির জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। এটি ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড হারে ৪কে মানের ভিডিও রেকর্ড করতে পারে। আরও ভাল লো লাইট ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটটিতে গুগলের সাথে ডেভেলপ করা আল্ট্রা এক্সডিআর প্রযুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে৷

Show Full Article
Next Story