Life2vec AI: আপনি আর কত বছর বাঁচবেন জানিয়ে দেবে এআই
ভারতবর্ষ তথা বিশ্বের সকল দেশের মানুষই নিজের জন্ম-মৃত্যু সম্পর্কিত বিষয়ে জানতে বেশ আগ্রহী। এছাড়াও, মানুষ নিজের কর্মজীবন...ভারতবর্ষ তথা বিশ্বের সকল দেশের মানুষই নিজের জন্ম-মৃত্যু সম্পর্কিত বিষয়ে জানতে বেশ আগ্রহী। এছাড়াও, মানুষ নিজের কর্মজীবন বা ব্যক্তিগত জীবন সম্পর্কেও নানান তথ্য জানতে চান। আর এই তথ্য জানার জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর কাছেই গিয়ে থাকেন বা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকেন। তবে, এবার থেকে আর এই সকল মানুষকে কোনো অ্যাপ বা জ্যোতিষীর দারস্থ হতে হবে না। কারণ, সম্প্রতি "Life2vec" নামের একটি বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল (Artificial Intelligence Tool) আবিষ্কার হয়েছে, যেটি মানুষের ব্যক্তিত্ব এবং জীবনকালের পূর্বাভাস সম্পর্কে জানাতে সক্ষম।
পিটিআই-এর একটি রিপোর্ট অনুসারে, ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক সুনে লেহম্যান এই টুলটির সম্পর্কে বলেছেন, 'Life2vec' নামের এই নতুন এআই টুলটি যে কোনো ব্যক্তির আয়, পেশা, বাসস্থান ইত্যাদির মতো জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে বিশ্লেষণ করে ব্যক্তির আয়ু সম্পর্কে ৭৮ শতাংশ সঠিক পূর্বাভাস দিচ্ছে।
লেহম্যানের দল এই AI টুলের জন্য ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ডেনমার্কের ৬ মিলিয়ন মানুষের উপর এক বিশেষ পরীক্ষা করেছে। যেখানে এআই টুল বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভুল পূর্বাভাস দিয়েছে। আর এই টুলটির মৃত্যুর ভবিষ্যদ্বাণী ৭৮ শতাংশ সঠিক বলে প্রমাণিত হয়েছে।
এই নতুন গবেষণায়, বিজ্ঞানীরা ChatGPT-এর মতো বৃহৎ ভাষার মডেল ব্যবহার করেছেন, যা ভাষার নিদর্শনগুলি বোঝার জন্য ব্যাপক পাঠ্য ডেটা বিশ্লেষণ করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ-ইস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক টিনা এলিয়াসি-রাড বলেছেন যে, গবেষকরা এই ধরনের এআই মডেলগুলি কতটা ভাল তা মূল্যায়ন করার জন্য নানাভাবে পরীক্ষা করছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছেন। তবে নিজের ভবিষ্যত জানার জন্য life2vec ব্যবহার করা উচিত নয়।