আর দরকার নেই Credit Card-এর, অ্যাকাউন্টে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট, কীভাবে জেনে নিন

অনেক সময়ই কেনাকাটা করতে গিয়ে টাকার অকুলানে দোকানে ধার বাকি রাখতে হয়। এখন, ডিজিটাল বা অনলাইন কেনাকাটার জমানায় এই 'ধার'...
Anwesha Nandi 16 April 2023 8:51 PM IST

অনেক সময়ই কেনাকাটা করতে গিয়ে টাকার অকুলানে দোকানে ধার বাকি রাখতে হয়। এখন, ডিজিটাল বা অনলাইন কেনাকাটার জমানায় এই 'ধার' বিষয়টিই পরিণত হয়েছে ক্রেডিটে – বিগত কয়েক বছর ধরে বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকরা ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করছেন। আবার সম্প্রতি অনলাইনে কিছু কিনতে গিয়ে পরে টাকা দেওয়ার বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। একদিকে Flipkart, Amazon-এর মত কোম্পানি 'পে লেটার' অপশন অফার করছে, অপরদিকে Simpl, LazyPay-এর মত থার্ড পার্টি প্ল্যাটফর্ম প্রয়োজনীয় জিনিস টাকা ছাড়া কিনে পরে তার দাম মেটানোর সুবিধা দিচ্ছে। এইসব পে লেটার অপশনের কারণে বর্তমানে তুলনামূলকভাবে ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে। তবে এবার UPI-এর কারণে ক্রেডিট কার্ডের যুগ একেবারেই শেষ হতে চলেছে বলে মনে হচ্ছে!

আসলে সাম্প্রতিক দিনগুলিতে ক্যাশলেস পেমেন্টের জন্য অধিকাংশই ইউপিআই (UPI) সিস্টেমের ওপর নির্ভর করছেন। কারণ একটি স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলেই চোখের নিমেষে ইউপিআই ব্যবহার করে ট্রানজাকশন বা বিভিন্ন ধরণের পেমেন্ট করা সম্ভব। তবে অতিসম্প্রতি একটি নতুন পরিষেবা চালু হতে চলেছে, যেখানে ক্রেডিট কার্ডের মতই ইউপিআই পেমেন্ট করা যাবে – তাও আবার জিরো ব্যাঙ্ক ব্যালেন্সে। তবে এই ধরণের পেমেন্টের জন্য ব্যাঙ্কই ইউজারকে লোন দেবে। চলুন গোটা বিষয়টি জেনে নিই।

RBI চালু করল নতুন পরিষেবা: UPI-এ মিলবে ক্রেডিট, ৪৫ দিনের মধ্যে টাকা মেটাতে হবে

ব্যাপারটা হচ্ছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই (RBI) সম্প্রতি ইউপিআই ক্রেডিট লাইন স্কিম শুরু করেছে, যার সাহায্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও ব্যবহারকারীরা ধার নিতে সক্ষম হবেন। এটি ঠিক ক্রেডিট কার্ড পরিষেবার অনুরূপ হবে। এক্ষেত্রে গ্রাহকের সিভিল স্কোরের উপর ভিত্তি করে ব্যাঙ্ক ইউপিআই ক্রেডিট লিমিট সেট করবে। মানে আপনার ক্রেডিট স্কোর যত বেশি হবে, আপনি তত উচ্চ সীমায় টেম্পোরারি লোন নিতে পারবেন।

তবে মনে রাখবেন, ক্রেডিট লিঙ্কের সুবিধা সক্রিয় করতে আগ্রহীদের বেতনের স্ট্যাটাস এবং অন্যান্য বিবরণ প্রদান করে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এছাড়া এই পরিষেবার সাহায্যে লোন নেওয়ার ৪৫ দিনের মধ্যে পেমেন্ট করতে হবে।

Show Full Article
Next Story