এখনও Ram Mandir যেতে পারেননি? রোজ সকালে এভাবে রামলালার আরতির Live দেখুন ঘরে বসেই

দীর্ঘ অপেক্ষার পর জানুয়ারী মাসে অযোধ্যায় রামমন্দিরের দ্বার সবার উন্মুক্ত হয়েছে, প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত-পুণ্যার্থী...
Anwesha Nandi 17 March 2024 4:08 PM IST

দীর্ঘ অপেক্ষার পর জানুয়ারী মাসে অযোধ্যায় রামমন্দিরের দ্বার সবার উন্মুক্ত হয়েছে, প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত-পুণ্যার্থী রামলালার দর্শন পেতে সেখানে পৌঁছাচ্ছেন। কিন্তু সবার পক্ষে চাইলেও ভগবান রামের জন্মভূমিতে যাওয়া সম্ভব হয়না, অথচ তাঁরা মন্দির-প্রতিমা, পূজা-আরতি ইত্যাদির সাক্ষী হতে চান – এই অবস্থায় স্বাভাবিকভাবেই তাঁরা কী করবেন তা বুঝতে পারেননা। তবে এই স্মার্টফোন-ইন্টারনেট ভিত্তিক যুগে কোনো ইচ্ছেই সম্ভবত অপূর্ণ থাকার জো নেই! আপনি চাইলে অযোধ্যা না গিয়েই প্রতিদিন সকালে রামলালার দর্শন করতে এবং তাঁর আরতিতে অংশগ্রহণ করতে সক্ষম হবেন। কীভাবে?

Ayodhya Ram Mandir: এভাবে রামলালার পুজো দিয়ে রোজ দিন শুরু করুন

সম্প্রতি দূরদর্শন (Doordarshan), মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (X, টুইটারের নতুন নাম)-এর মাধ্যমে জানিয়েছে যে, এবার থেকে অযোধ্যা রামমন্দিরের সকালের পূজা-আরতির লাইভ ডিডি ন্যাশনালে (DD National) রোজ টেলিকাস্ট হবে। আর শুধু টিভি চ্যানেলেই নয়, ডিডি ন্যাশনালের সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং অন্যান্য অ্যাকাউন্টেও এই লাইভ সম্প্রচার হবে। তবে শুধুমাত্র আগামী কয়েক মাস সকাল ৬:৩০টায় এই অনুষ্ঠান পরিচালনা করবে দূরদর্শন, তারপরে রামমন্দির ট্রাস্ট নিজেই আরতির সম্প্রচার করবে। যাইহোক এখন আরতি দেখার জন্য আপনাকে যে পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে, তা হল –

  • আপনার ফোন, ট্যাবলেট বা ল্যাপটপ থেকে YouTube, Instagram বা X (টুইটারের নতুন নাম) প্ল্যাটফর্ম খুলুন।
  • এরপর সার্চ করে সেখান থেকে ডিডি ন্যাশনালের চ্যানেল বা অ্যাকাউন্ট খুলুন।
  • আপনি এই প্ল্যাটফর্মগুলিতে ওই নির্দিষ্ট অ্যাকাউন্টগুলি ফলো করুন, যাতে করে আপনি প্রতিদিন সকালে লাইভ নোটিফিকেশন পাবেন।
  • এছাড়াও রোজ সকাল ৬:৩০টায় লাইভ আরতি দেখানো হবে।

রামমন্দিরে পূজা-আরতির সময়সূচী

যারা জানেন না তাদের বলে রাখি, অযোধ্যা রাম মন্দিরে প্রতিদিন ৬ বার আরতি করা হয়, যার মধ্যে দিনের প্রথম আরতি সকাল ৪:৩০টায় এবং দ্বিতীয়টি সকাল ৬:৩০-এ অনুষ্ঠিত হবে। এই দ্বিতীয় আরতিটিরই এখন প্রতিদিন আধা ঘণ্টা করে সরাসরি সম্প্রচার হবে।

Show Full Article
Next Story