Online Payment করেন? সরকারের এই নতুন আদেশগুলি না মেনে চললে কিন্তু পড়বেন বিপদে

UPI পরিষেবা বা অনলাইন পেমেন্টের ব্যবহার আজকাল খুবই সাধারণ হয়ে উঠেছে। বিল পেমেন্ট থেকে রিচার্জ, ওষুধ থেকে অ্যালকোহল...
Anwesha Nandi 28 Feb 2023 1:35 PM IST

UPI পরিষেবা বা অনলাইন পেমেন্টের ব্যবহার আজকাল খুবই সাধারণ হয়ে উঠেছে। বিল পেমেন্ট থেকে রিচার্জ, ওষুধ থেকে অ্যালকোহল কেনা, জেরক্সের দোকান থেকে অটোর ভাড়া মেটানো – সমস্ত কিছুর জন্যই এখন স্মার্টফোন ইউজাররা UPI পেমেন্ট করেন। আর এর জন্য ব্যবহৃত হয় PhonePe, Google Pay, Paytm-এর মত বিভিন্ন পেমেন্ট প্ল্যাটফর্ম যা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে চোখের পলকে ট্রানজাকশন করার সুবিধা দেয়। কিন্তু এবার সরকারি সংস্থা NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, অনলাইন পেমেন্টের জন্য একটি নতুন কিছু বার্তা দিয়েছে। ক্রমবর্ধমান অনলাইন জালিয়াতি থেকে UPI ইউজাররা সাবধানে থাকতে পারেন, এক্ষেত্রে সেই বিষয়েই পরামর্শ দিয়েছে NPCI। আর এখন আমরা এইসব সতর্কবাণীই একনজরে দেখে নেব।

অনলাইন পেমেন্ট করার সময় যে বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে

১. ইউপিআই পিন শুধুমাত্র অনলাইন পেমেন্ট করার সময় ব্যবহার করা উচিত। মনে রাখবেন, টাকা রিসিভ করতে মানে আপনাকে কেউ টাকা পাঠালে পিন লিখতে হবে না। পেমেন্ট করার জন্য ইউপিআই পিন ব্যবহার করলেই আপনি জালিয়াতির শিকার হবেন।

২. অনলাইন পেমেন্ট করার আগে রিসিভারের নাম ভালোমত চেক করতে হবে। নাহলে ভুল জায়গায় টাকা পাঠিয়ে ফেললে খামোখাই ঝামেলার সৃষ্টি হবে।

৩. অনলাইন পেমেন্ট করার সময় অ্যাপের পেজে প্রদত্ত জায়গা ছাড়া ইউপিআই পিন অন্য কোথাও ব্যবহার করবেননা।

৪. কিউআর (QR) কোডের মাধ্যমে পেমেন্ট আদান-প্রদানের সময় সচেতন থাকুন।

৫. অনলাইন পেমেন্টের জন্য স্ক্রিন শেয়ারিং এবং এসএমএস ফরওয়ার্ডিং অ্যাপগুলো কোনো অপরিচিত ব্যক্তির পরামর্শে ডাউনলোড করা উচিত নয়।

এগুলি থার্ড পার্টি পেমেন্ট অ্যাপ যা নিরাপদে ব্যবহার করা যায়

১. PhonePe,

২. Google Pay,

৩. MobiKwik,

৪. Bajaj Finserv Direct Ltd,

৫. Bajaj Markets (Finserv Markets),

৬. CoinTab,

৭. CRED,

৮. Fave (Pinelabs),

৯. Goibibo,

১০. Groww,

১১. Jupiter money,

১২. MakeMyTrip,

১৩. Samsung Pay,

১৪. Slash,

১৫. Slice,

১৬. SuperPay,

১৭. TataNeu,

১৮. TimePay

Show Full Article
Next Story