বাচ্চাদের জন্য স্মার্টওয়াচ ও ফোন আনছে Nubia, কম দামে মিলবে 108MP ক্যামেরা
সুপরিচিত প্রযুক্তি সংস্থা, নুবিয়া (Nubia) চীনা টেলিকম কোম্পানি টেলিম্যাক (Telemach) এর সাথে যৌথভাবে কিছু নতুন প্রোডাক্ট...সুপরিচিত প্রযুক্তি সংস্থা, নুবিয়া (Nubia) চীনা টেলিকম কোম্পানি টেলিম্যাক (Telemach) এর সাথে যৌথভাবে কিছু নতুন প্রোডাক্ট তৈরি করছে বলে জানা গেছে। এখন, আইএমইআই (IMEI) ডেটাবেসে Nubia UG Phone U25 5G স্মার্টফোন এবং UG Kids Watch 1 স্মার্টওয়াচটিকে স্পট করা গেছে। এগুলি কি কি অফার করতে পারে, আসুন জেনে নেওয়া যাক।
Nubia বাজারে আনতে চলেছে নতুন UG Phone U25 5G এবং UG Kids Watch 1
UG Phone U25 5G:
ইউজি ফোন ইউএ২৫ ৫জি হবে তার পূর্বসূরি ইউজি ফোন ইউ২৩ ৫জি ফোনের মতো একটি সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট। ইউজি ফোন ইউ২৩ আসলে জেডটিই ব্লেড এ৭৩ ৫জি ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে পরিচিত। অতএব, ইউজি ফোন ইউ২৫ ৫জি মডেলটি জেডটিই ব্লেড এ৭৫ ৫জি স্মার্টফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে মনে করা হচ্ছে।
অনুমানটি সঠিক হলে ইউজি ফোন ইউএ২৫ ৫জি ফোনে ৬.৫৬ ইঞ্চির স্ক্রিন থাকবে, যা এইচডি+ রেজোলিউশনের আইপিএস এলসিডি ডিসপ্লে সহ আসবে, যা ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি ইউনিসক টি৭৬০ চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে।
ক্যামেরার ক্ষেত্রে, UG Phone U25 5G হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের সহায়ক ক্যামেরা উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যাবে। এছাড়াও, 5G ডিভাইসটি দ্রুত এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করবে বলে আশা করা যায়। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাইওএস ১৩ (MyOS 13) কাস্টম স্কিনে রান করবে।
UG Kids Watch 1:
নুবিয়ার অন্য যে গ্যাজেটটিকে আইএমইআই ডেটাবেসে দেখা গেছে, সেটি হল UG Kids Watch 1। এই স্মার্টওয়াচটি বিশেষভাবে বাচ্চাদের জন্য ডিজাইন করা হয়েছে। এটি বাবা মায়েদের জন্য তাদের বাচ্চাদের ট্র্যাক রাখতে বিভিন্ন ফিচার সরবরাহ করবে। স্মার্টওয়াচের নির্দিষ্ট ফিচার সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য উপলব্ধ নেই। তবে এই ঘড়িতেও সিম কার্ড সাপোর্ট থাকবে। এর ফলে বাচ্চারা তাদের অভিভাবকদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে এবং ইমারজেন্সির ক্ষেত্রেও এটি কার্যকরী হবে। এছাড়া, বাচ্চাদের নিরাপত্তা এবং অভিভাবকদের সুবিধার জন্য এতে অনেক উদ্ভাবনী বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকবে বলে অনুমান করা হচ্ছে।
নুবিয়ার লক্ষ্য এন্ট্রি লেভেলে স্মার্টফোন মার্কেটে একটি শক্তিশালী স্থান দখল করা। UG Phone U25 5G এবং UG Kids 1 Watch তাদের ফিচার এবং ইউজার-ফ্রেন্ডলি ডিজাইনের সাথে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করবে। এই নতুন ডিভাইসগুলি প্রাপ্তবয়স্ক এবং শিশু - উভয়েরই বিভিন্ন প্রয়োজন মেটাবে। ব্র্যান্ড সচেতনতা বাড়াতে এবং বৃহত্তর ইউজার বেসের কাছে পৌঁছানোর জন্য নুবিয়ার পদক্ষেপটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হচ্ছে।