2024 সালে এর সংখ্যা হবে তিন কোটি, কোন গাড়ি সম্পর্কে এমন কথা বললেন নিতিন গডকড়ী

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার কি ক্রমেই নতুন ঊষার খোঁজ পাচ্ছে? খানিকটা তেমনই। এতদিন যে কারণে সিংহভাগ আমজনতা এই জাতীয়...
SUMAN 9 May 2022 12:01 AM IST

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার কি ক্রমেই নতুন ঊষার খোঁজ পাচ্ছে? খানিকটা তেমনই। এতদিন যে কারণে সিংহভাগ আমজনতা এই জাতীয় যানবাহনের থেকে মুখ ফিরিয়ে রাখেছিলেন, তার প্রকৃত কারণ দেশে অপর্যাপ্ত বৈদ্যুতিক চার্জিং স্টেশন। যদিও ইদানীং আরও একটি অজুহাত খাড়া করেছেন অনেকেই, তা হচ্ছে ইলেকট্রিক স্কুটারে উপর্যুপরি অগ্নিকান্ড। কিন্তু এইসব তুচ্ছ হেতু ইলেকট্রিক ভেহিকেলের বিক্রির জোরালো গতির মুখে কেবল খড়কুটোর মতোই উড়ে যাবে। অন্তত কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)-র কথায় তেমনই আভাস পাওয়া গেল।

শুক্রবার একটি স্টার্টআপ সংস্থার গাড়ি লঞ্চের অনুষ্ঠান মঞ্চ থেকে গডকড়ী বলেন, আগামী দু'বছরের মধ্যে ভারতে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ৩ কোটিতে পৌঁছাবে। অবিশ্বাস্য মনে হলেও, কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পর স্বভাবতই আশার আলো দেখছে নির্মাতা সংস্থা থেকে বহু ক্রেতা। তিনি যোগ করেন, ভারত তরুণ প্রতিভার বৃহত্তম ক্ষেত্র, যেখানে এই উদ্ভাবনী মনে উৎসাহ জোগানোর প্রয়োজন ছিল।

গডকড়ীর কথায়, “ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে বর্তমানে প্রায় ২৫০টি স্টার্টআপ কোম্পানি কাজ করে চলেছে। তারা বাস্তবেই চমৎকার স্কুটার তৈরি করছে। যেগুলি ভালো বুকিং পাচ্ছে। বর্তমানে দেশে ১২ লক্ষ বৈদ্যুতিক যানবাহন রয়েছে। ডিসেম্বরের মধ্যে সেই সংখ্যাটি ৪০ লক্ষে পৌঁছাবে, এবং পরবর্তী দু'বছরের মধ্যে সেটি হবে ৩ কোটি।”

অন্যদিকে, গাড়ির রাঘববোয়াল সংস্থাগুলির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্টার্টআপ কোম্পানিগুলিও চমকদার যান হাজির করছে। এই প্রসঙ্গে পরিবহণ মন্ত্রীর জানিয়েছেন, বড় ব্র্যান্ডের একচ্ছত্রতার পাশাপাশি ইভি সেগমেন্টে চুনোপুঁটি সংস্থাগুলির সমানতালে নতুন গাড়ি বাজারে নিয়ে আসায় তিনি ভীষণ খুশি।

Show Full Article
Next Story