Oben Electric: Rorr বৈদ্যুতিক বাইকের পর এবার ই-স্কুটার, বছরে দু'টি নতুন ব্যাটারিচালিত মডেল লঞ্চ করবে ওবেন

বেঙ্গালুরুর স্টার্টআপ ওবেন ইলেকট্রিক (Oben Electric) পরশুদিন তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল ভারতের বাজারে লঞ্চ করেছে।...
SUMAN 17 March 2022 4:56 PM IST

বেঙ্গালুরুর স্টার্টআপ ওবেন ইলেকট্রিক (Oben Electric) পরশুদিন তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল ভারতের বাজারে লঞ্চ করেছে। যার নাম ওবেন রোর (Oben Rorr)। আবার এরই মধ্যে আগামী দু’বছরের রূপরেখার কথা জানাল সংস্থাটি। ২০২৪-এর মধ্যে ছ'মাস অন্তর একটি করে নতুন ইলেকট্রিক টু-হুইলার বাজারে আনবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ওবেন সংস্থার বার্তা, বিদ্যুৎচালিত দু'চাকা গাড়িগুলি বিভিন্ন সেগমেন্টে আনা হবে।

প্রত্যাশামতোই ওবেনের পরবর্তী মডেলগুলির মধ্যে ইলেকট্রিক স্কুটারের নাম ভেসে আসছে৷ তবে Ather 450X, Ola S1 এবং TVS iQube Electric - এদের সাথে লড়াইতে টিকে থাকতে হলে স্কুটারে আধুনিক মানের বিভিন্ন ফিচারের পাশাপাশি দাম যে উপভোক্তাদের নাগালের মধ্যে যে রাখতে হবে তা, বলাই বাহুল্য।

এই মুহূর্তে Oben Rorr-এর হাত ধরেই দেশের ইলেকট্রিক ভেহিকেল মার্কেটে পদার্পন হল সংস্থার। এই ইলেকট্রিক বাইক একটি ৪.৪ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের সাথে এসেছে। যা ১৫০ কিমি রেঞ্জ দেবে৷ এটি বাস্তবেও মিলবে বলে দাবি করেছে তারা৷ ই-বাইকটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ১০০ কিমি৷ ০-৪০ কিমি/ঘন্টা স্পিড তুলতে সময় নেয় ৩ সেকেন্ড। বাইকটির মুখ্য আকর্ষণ হল, ১৫ অ্যাম্পিয়ার সকেটে এর ব্যাটারি মাত্র দু'ঘণ্টায় পুরো চার্জ করা যায়।

Oben Rorr ইলেকট্রিক বাইকটির দাম ভারতের বাজারে কোনরকম ভর্তুকি ছাড়া ১,২৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। আবার কেন্দ্র এবং রাজ্য সরকারের ভর্তুকি সহ মহারাষ্ট্রে এর দাম পড়বে ৯৯,৯৯৯ টাকা। ১৮ মার্চ থেকে ৯৯৯ টাকার বিনিময়ে এর বুকিং করা যাবে। আবার মে থেকে টেস্ট রাইড এবং জুলাই থেকে ডেলিভারি দেওয়া শুরু করা হবে বলে ঘোষণা করা হয়েছে।

Show Full Article
Next Story