Oben Rorr Electric Motorcycle: দেশে তৈরি ওবেন রর ইলেকট্রিক বাইক ভারতে ১৫ মার্চ লঞ্চ হচ্ছে, ২০০ কিমি রেঞ্জ

বৈদ্যুতিক মোটরসাইকেলের জগতে সাড়া ফেলার লক্ষ্যে এবার এক নতুন নামের আবির্ভাব ঘটছে। বেঙ্গালুরুর স্টার্টআপ ওবেন ইলেকট্রিক...
SUMAN 9 March 2022 6:18 PM IST

বৈদ্যুতিক মোটরসাইকেলের জগতে সাড়া ফেলার লক্ষ্যে এবার এক নতুন নামের আবির্ভাব ঘটছে। বেঙ্গালুরুর স্টার্টআপ ওবেন ইলেকট্রিক (Oben Electric) আগামী ১৫ মার্চ অর্থাৎ সামনের মঙ্গলবার তাদের প্রথম ব্যাটারিচালিত মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। যার নাম Oben Rorr। এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল-জুন) থেকে বিদ্যুৎ চালিত মোটরসাইকেলটির ডেলিভারি শুরুর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ইতিমধ্যেই ওবেন রর ই-বাইকের ছবি প্রকাশ হয়েছে। ইলেকট্রিক মোটরসাইকেলটি স্লিক এলইডি ইন্ডিকেটর, রাউন্ড হেডলাইট এবং বড় ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলের সাথে আসবে। বিভিন্ন আধুনিক যন্ত্রাংশের সাথে বাইকটিতে নিও-রেট্রো ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে।

ডিজাইনের কথা বললে ওবের ররে স্প্লিট স্টাইল সিট, টু-পিস পিলিয়ন গ্র্যাবরেল এবং পাঁচটি স্পোক যুক্ত অ্যালয় হুইল রয়েছে। যদিও বৈদ্যুতিক বাইকটির সম্পর্কে স্বল্প কিছু তথ্যই সামনে আনা হয়েছে। তবে যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তা হল, একটি ফিক্সড ব্যাটারি প্যাক সহ বাজারে পা রাখবে রর। যা এক বার চার্জ দিলে ২০০ কিমি পর্যন্ত নিশ্চিন্তে চলবে। যদি বাস্তবেও এমন রেঞ্জ পাওয়া যায়, তবে এটি বর্তমানে বাজারে উপলব্ধ ইলেকট্রিক স্কুটার ও বাইকের থেকে অনেক এগিয়ে থাকবে। এছাড়া ওবের রর মডেলটি ঘন্টায় ১০০ কিমি সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম হবে।

Oben Rorr বাজারে এলে Revolt RV400 ও Tork Kratos-এর সাথে কড়া প্রতিযোগিতার মুখোমুখি হবে। অনুমান বৈদ্যুতিক মোটরসাইকেলটির দাম দেশের বাজারে ১.২ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে রাখা হবে। বাইকটি একটি ভ্যারিয়েন্টে আসবে বলেই খবর।

Show Full Article
Next Story
Share it