Okaya ই-স্কুটারের শোরুমের সংখ্যা 350 পার করল, 2023-এর আগেই এক হাজারে পৌঁছনোর লক্ষ্য সংস্থার

ওকায়া পাওয়ার (Okaya Power) গোষ্ঠীর বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী শাখা ওকায়া ইলেকট্রিক ভেহিকেলস (Okaya Electric Vehicles) বুধবার ঘোষণা করেছে, ইতিমধ্যেই তাদের ডিলারশিপের সংখ্যা ৩৫০ পেরিয়ে গিয়েছে।…

ওকায়া পাওয়ার (Okaya Power) গোষ্ঠীর বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী শাখা ওকায়া ইলেকট্রিক ভেহিকেলস (Okaya Electric Vehicles) বুধবার ঘোষণা করেছে, ইতিমধ্যেই তাদের ডিলারশিপের সংখ্যা ৩৫০ পেরিয়ে গিয়েছে। গত জুলাইয়ে দেশে প্রথম আউটলেট খুলেছিল তারা। এর আট মাসের মধ্যেই নতুন কৃতিত্ব গড়ার দাবি জানাল ওকায়া। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, বর্তমানে ২৩টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে তাদের ৩৫৩-এর বেশি ডিলারশিপ রয়েছে।

সম্প্রতি বারাণসীতে ৩৫০তম রিটেল স্টোর খোলা হয়েছে বলে জানিয়েছে ওকায়া। বর্তমানে সংস্থাটি তিনটি ইলেকট্রিক স্কুটার বিক্রি করে – ClassIQ, Freedum এবং Faast। সেগুলির মধ্যে শেষের দুই মডেলের বৈদ্যুতি স্কুটার গত বছরের সেপ্টেম্বর ও ডিসেন্বরে লঞ্চ হয়েছিল। দাম ৬৯,৯০০ টাকা থেকে শুরু।

ওকায়া পাওয়ার গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর অনিল গুপ্তা বলেন, “গ্রাহকদের আরও কাছে পৌঁছনোর উদ্দেশ্যে আমরা দেশের প্রতিটি শহরে ওয়াকা ইভির শোরুম খোলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। আমরা আগামী দিনে দেশজুড়ে আরও অনেক এক্সক্লুসিভ শোরুম খুলতে প্রস্তুত।”

অন্য দিকে, ওকায়া ইলেকট্রিক ভেহিকেলসের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পুরন সিং নেগি বলেন, ২০২২ শেষ হওয়ার আগেই আমরা একটা লক্ষ্যমাত্রা পূরণ করবে বলে মনস্থির করেছি। আর সেটা হল চলতি বছরেই এক হাজারের উপরে নতুন শোরুমের উদ্বোধন করা।”