Okinawa Okhi 90: শক্তিশালী ই-স্কুটার লঞ্চ করল ওকিনাওয়া, চাকা মোটরসাইকেলের সমান বড়, 200 কিমি রেঞ্জ, ফিচারে পরিপুষ্ট

ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার নিয়ে ভারতের বাজারে হাজির হল দেশের অন্যতম বৃহত্তম বৈদ্যুতিক দু’চাকা গাড়ি নির্মাতা ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech)। আজ সংস্থার তরফে লঞ্চ করা সেই…

ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার নিয়ে ভারতের বাজারে হাজির হল দেশের অন্যতম বৃহত্তম বৈদ্যুতিক দু’চাকা গাড়ি নির্মাতা ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech)। আজ সংস্থার তরফে লঞ্চ করা সেই বিদ্যুৎচালিত স্কুটারের নাম Okinawa Okhi 90। দাম রাখা হয়েছে ১,২১,৮৬৬ টাকা। যা কেন্দ্রীয় সরকারের ফেম-টু ভর্তুকি ধরে। আবার অতিরিক্ত স্টেট সাবসিডি ধরলে দাম আরও কিছুটা নীচে নামবে।

ইতিমধ্যেই Okinawa Okhi 90 ই-স্কুটারের বুকিং শুরু হয়েছে। বাড়িতে বসেই অনলাইনে বুক করার সুবিধা রয়েছে। আগামী সপ্তাহ থেকে ওকিনাওয়ার অনুমোদিত ডিলারশিপে টেস্ট রাইডের সূচনা হবে। ডেলিভারি আর এক বা দুই মাসের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে। Okinawa Okhi 90 গ্লসি ওয়াইন রেড, গ্লসি পার্ল হোয়াইট, গ্লসি অ্যাশ গ্রে, এবং গ্লসি জুয়েলারি প্লাস কালার অপশনের মধ্যে চয়ন করা যাবে।

Okinawa Okhi 90 ডিজাইন

ওকিনাওয়া ওখি ৯০ ব্যাটারিচালিত হলেও সাধারণ পেট্রল স্কুটারের মতো দেখতে। এতে টিউবলেস টায়ার-সহ ১৬ ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে। এত বড় চাকা এর আগে ভারতের কোনও স্কুটারে দেখা যায়নি। ইলেকট্রিক স্কুটারে তো নয়ই। আবার সবচেয়ে বেশি বুট স্টোরেজ রয়েছে ওকিনাওয়া ওখি ৯০-তে৷ যা ৪০ লিটারের। ফলে সবচেয়ে বড় আন্ডারসিট স্টোরেজের নিরিখে এটি ওলা এ১ প্রো-কে পিছনে (৩৬ লিটার) ফেলে দিয়েছে‌।

Okinawa Okhi 90 পারফরম্যান্স

ওকিনাওয়া ওখি ৯০ এখনও পর্যন্ত সংস্থার সবচেয়ে পাওয়ারফুল বৈদ্যুতিক স্কুটার৷ এতে ৩৮০০ ওয়াট মোটর রয়েছে। যা বেল্টের মাধ্যমে পিছনের চাকাটিকে ঘোরাবে। ব্যাটারির ক্যাপাসিটি ৭২ ভোল্ট ৫০ অ্যাম্পিয়ার আওয়ার‌। এটি চার্জে পরিপুষ্ট অবস্থায় ইকো মোডে ২০০ কিলোমিটার অব্দি চলতে পারবে বলবে দাবি প্রস্তুতকারী সংস্থার। তবে বাস্তবে রেঞ্জের ফারাক থাকবে বলেই ধরে নেওয়া যায়।

আবার স্পোর্টস মোডে এটি ১৬০ কিমি সফর করতে পারবে বলে জানিয়েছে তারা। ওকিনাওয়া ওখি৯০ এর নামের পাশে যে সংখ্যা, তার সাথে মিল রেখেই এর সর্বোচ্চ গতিসীমা ঘন্টা প্রতি ৯০ কিমি। এই গতি তুলতে সময় লাগবে ১০ সেকেন্ড৷ স্পোর্টস মোডে এতটা স্পিডে অ্যাক্সেলারেট করা যাবে। ইকো মোডে সর্বোচ্চ ৫৫-৬০ কিমি গতিবেগে রাইডিং করা সম্ভব।

Okinawa Okhi 90 হার্ডওয়্যার

ওকিনাওয়া ওখি ৯০ প্রিমিয়াম দেখতে অ্যালুমিনিয়াম সুইংআর্মের সাথে এসেছে। দু’দিকেই রয়েছে ডিস্ক ব্রেক৷ এবিএস অনুপস্থিত। কম্বি ব্রেকিং সিস্টেম বা সিবিএস স্ট্যান্ডার্ড হিসাবে আছে। সাসপেনশনের জন্য ই-স্কুটারের সামনে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও পিছনে টুইন রিয়ার শক অ্যাবজর্ভার বর্তমান‌।

Okinawa Okhi 90 ফিচার

ওকিনাওয়া ওখি ৯০-এর বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে ১৬ ইঞ্চি হুইল, ৪০ লিটার বুট স্পেস, আন্ডারসিট ইউএসবি চার্জিং পোর্ট, বুট লাইট, টুইন অ্যাপরন ফেসিং ইউটিলিটি হুক এবং অ্যাপরন মাউন্টেড গ্লভ বক্স, ফুল এলইডি লাইটিং সেটআপ, এবং কীলেস স্টার্টিং।

আবার ব্লুটুথের সাহায্যে ওকিনাওয়া ওখি ৯০ এর সঙ্গে স্মার্টফোন কানেক্ট করা যাবে। এর জন্য সংস্থার মোবাইল অ্যাপ্লিকেশন নামিয়ে নিতে হবে। একবার কানেক্ট হয়েই গেলে স্কুটারের ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল থেকেই দেখে নেওয়া যাবে কে কল বা মেসেজ করছে। এছাড়া স্মার্টফোন কানেক্টিভিটির ফলে টার্ন বাই টার্ন নেভিগেশন, মিউজক কন্ট্রোল, ব্যাটারি চার্জ স্টেটাস, অ্যান্টি-থেফ্ট এলার্ম, জিও-ফেন্সিং, ‘ফাইন্ড মাই ভেহিকেল’ প্রভৃতি ফিচার অ্যাক্সেস করার সুবিধা মিলবে।

এক কথায়, প্র্যাকটিক্যালিটির উপর জোর দিয়ে ওকিনাওয়া ওখি ৯০ বাজারে এসেছে। স্টাইলে স্পোর্টি ভাব না থাকলেও নিউট্রাল ডিজাইন গ্রাহকদের পছন্দ হবেই মত সংস্থার। এছাড়া, ব্যাটারির উপর তিন বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে বলে জানিয়েছে ওকিনাওয়া।