Ola ইলেকট্রিক স্কুটার হাইস্পিডে উল্টোদিকেও চলবে! ফিচার টিজ করলেন কোম্পানির CEO

১৫ অগাস্ট ওলা স্কুটার (Ola Scooter) অফিসিয়াল লঞ্চ হতে চলেছে। ব্যাটারি চালিত এই স্কুটার নিয়ে প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে। স্কুটারটির ড্রাইভিং রেঞ্জ, আন্ডার সিট স্টোরেজ…

১৫ অগাস্ট ওলা স্কুটার (Ola Scooter) অফিসিয়াল লঞ্চ হতে চলেছে। ব্যাটারি চালিত এই স্কুটার নিয়ে প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে। স্কুটারটির ড্রাইভিং রেঞ্জ, আন্ডার সিট স্টোরেজ – সবকিছুই বেস্ট ইন ক্লাস বলে কোম্পানির তরফে দাবি করা হচ্ছে। এছাড়াও স্মার্টফোন কানেক্টিভিটি, চাবি ছাড়াই মোটর চালু করার সুবিধা, (অ্যাপ-ভিত্তিক কীলেস অ্যাক্সেস), সাইড স্ট্যান্ড কাট-অফ সিস্টেমের মতো আধুনিক ফিচার থাকবে ওলার স্কুটারে। বেশ কিছু দিন যাবৎ অবশ্য ওলা ইলেকট্রিকের সিইও ভাবিশ আগরওয়াল (Bhavish Agarwal)-কে ওলা স্কুটারের ফিচার টিজ করতে দেখা যায়নি। তবে আজ, পুরনো ফর্মে ফিরলেন তিনি।

আজ, রিভার্স গিয়ারে চালানোর সময় ওলা স্কুটারের একটি ভিডিও টিজ করেছেন ভাবিশ। ভিডিওতে দেখা যাচ্ছে, এঁকেবেঁকে একের পর এক traffic cone কাটিয়ে ওলার ইলেকট্রিক স্কুটারকে উল্টোদিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন চালক। অর্থাৎ, ওলা স্কুটারে রিভার্স গিয়ারের সুবিধা পাওয়া যাবে।

Ola Electric Scooter স্পেসিফিকেশন

সিরিজ এস নামে আসবে ওলা স্কুটার। থাকবে দু’টি ভ্যারিয়েন্ট – এস১ ও এস ১ প্রো। জানা গেছে ৩.৬ কিলোওয়াট ক্ষমতার ব্যাটারি থাকবে ওলা স্কুটারের এস১ প্রো ভ্যারিয়েন্টে।

এছাড়া এক বার ব্যাটারি ফুল চার্জ করলেই এটি চলবে ১৫০ কিলোমিটারের বেশি! আবার ১৮ মিনিটের চার্জে এটি ৭৫ কিমি চালানো যাবে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টা প্রতি ১০০ কিলোমিটারের কাছাকাছি থাকবে।

Ola ইলেকট্রিক স্কুটার ফিচার ও কালার অপশন

মোট দশটি রঙে আসছে ওলা স্কুটার – রেড, ব্লু, ইয়েলো, সিলভার, গোল্ড, পিঙ্ক, ব্ল্যাক, ব্লু, গ্রে, এবং হোয়াইট। ওলা স্কুটারে টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার,  টুইন এলইডি হেডল্যাম্প, এলইডি টেলল্যাম্প, ক্লাউড কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন ফিচার থাকবে।

Ola Electric Scooter দাম

ভারত সরকারের ফেম-২ সাবসিডি স্কিম যোগ করলে ওলা স্কুটারের দাম ৮০ হাজার টাকা থেকে ১ লাখ টাকার মধ্যে থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন