Ola Autonomous Car: ই-স্কুটারের পর আরও বড় চমক, ভারতে চালকহীন গাড়ি আনছে ওলা
সমগ্র বিশ্বে ‘প্রযুক্তি’ নিজের খেয়ালেই এগিয়ে চলেছে। সময়ের মতো প্রতিটি লহমা, যেন তার কাছে অতি মূল্যবান। আর প্রযুক্তি...সমগ্র বিশ্বে ‘প্রযুক্তি’ নিজের খেয়ালেই এগিয়ে চলেছে। সময়ের মতো প্রতিটি লহমা, যেন তার কাছে অতি মূল্যবান। আর প্রযুক্তি যত এগোচ্ছে, মানুষের ভাবনাচিন্তা থেকে জীবনযাত্রায়, সর্বত্র লেগেছে আধুনিকতার ছোঁয়া। একটা সময় মানুষ পায়ে হেঁটেই চলাফেরায় স্বাচ্ছন্দ্য বোধ করত, আজ কিন্তু যাত্রার সংজ্ঞা বদলেছে। এখন সফরের জন্য মানুষ যানবাহনকে বেছে নিয়েছে। পাশাপাশি গাড়িতেও জুড়েছে হরেক টেকনোলজি। ইদানিং বিশ্বের গাড়ির গবেষণাকারী মহল মজেছে স্বয়ংচালিত বা অটোনোমাস (Autonomous) গাড়ি তৈরিতে। সহজ ভাষায় বললে এই জাতীয় গাড়ি চালকের হস্তক্ষেপ ছাড়াই রাস্তায় নিরাপদ ভাবে চলাফেরা করতে সক্ষম।
ইদানিং বহু সংস্থাই এমন গাড়ি বাজারে নিয়ে আসতে মুখিয়ে রয়েছে। বিশেষত ‘রাইড হেইলিং’ বা গাড়ি ভাড়ায় খাটানো সংস্থাগুলি। তেমনই এবার ওলা ইলেকট্রিক (Ola Electric) আগামী দু’বছরের মধ্যে অটোনমাস গাড়ি বাজারে আনার কথা ঘোষণা করল। ঘোষণায় সংস্থার কর্ণধার ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal) জানিয়েছেন, যে তারা একটি স্বয়ংক্রিয় গাড়ির টেস্টিং শুরু করেছেন। যেটি দু'বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হবে।
তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় অবস্থিত ওলার ফিউচারফ্যাক্টরি’তে সাংবাদিকদের জবাবে আগরওয়াল বলেন, “ওলা ভবিষ্যতে দেশীয়ভাবে তৈরি স্বয়ংচালিত প্রযুক্তির গাড়ি লঞ্চ করতে চলেছে, যা হবে গণ পরিবহণের মাধ্যম।” তাঁর কথায়, “ছ’মাস আগে থেকেই ওলা ইলেকট্রিক একটি অটোনোমাস গাড়ির টেস্টিং শুরু করেছে এবং ২০২৩-এর শেষার্ধে অথবা ২০২৪-এর সূচনাকালে এটি আন্তর্জাতিক বাজারে হাজির করা হবে।”
আগরওয়ালের কথানুযায়ী, আসন্ন গাড়িটির দাম ১০ লক্ষ টাকার কাছাকাছি রাখা হবে, যাতে সাধারণ মানুষের কেনার উপযোগী হয় এটি। এমনকি সংস্থার তামিলনাড়ুর পোচামপল্লীর ৫০০ একরের ইলেকট্রিক টু-হুইলার তৈরীর কারখানায় একটি স্বয়ংচালিত পণ্যবাহী গাড়ির প্রদর্শন করা হয়েছিল। যাতে রয়েছে LiDAR প্রযুক্তি অর্থাৎ ‘লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং টেকনোলজি’। এই গাড়িগুলি হাসপাতাল, শপিং মল, অফিস এবং পাবলিক প্লেসে ব্যবহারের জন্য বিদেশের বাজারে রপ্তানি করা হবে। আবার এই বছরের শেষের দিকে একটি কম দামের ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।