Ola S1 Pro ইলেকট্রিক স্কুটারের নতুন দাম ঘোষণা, কেনার উইন্ডো কাল মাঝরাত পর্যন্ত খোলা
প্রথাগত জ্বালানির যানবাহনের পর এবারে মূল্যবৃদ্ধির কোপ বৈদ্যুতিক গাড়ির বাজারে। ভারতে তৃতীয়বারের জন্য কেনার উইন্ডো খোলা...প্রথাগত জ্বালানির যানবাহনের পর এবারে মূল্যবৃদ্ধির কোপ বৈদ্যুতিক গাড়ির বাজারে। ভারতে তৃতীয়বারের জন্য কেনার উইন্ডো খোলা মাত্রই ওলা এস১ প্রো (Ola S1 Pro)-র মূল্যে ১০,০০০ টাকা বেশি দাম নজরে পড়ল ক্রেতাদের। যদিও মূল্য বাড়ানোর কথা মার্চেই জানিয়েছিলেন ওলা ইলেকট্রিক (Ola Electric)-এর কর্ণধার ভাবিশ আগারওয়াল (Bhavish Aggarwal)। কিন্তু দরবৃদ্ধির পরিমাণ এতদিন গ্রাহকদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি করলেও, এবার তা প্রকাশ্যে এসেছে।
যদিও মূল্যবৃদ্ধির নেপথ্যে কারণ সম্পর্কে মুখ খোলেনি ওলা। বর্তমানে Ola S1 Pro-র দাম ১.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। গত বছর স্বাধীনতা দিবসের দিন আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছিল ওলার দুটি স্কুটার। সে সময় হাই স্পেক মডেল অর্থাৎ S1 Pro-র ধার্য মূল্য ছিল ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। লঞ্চের পর এই প্রথমবারের জন্য দাম বাড়ল ইলেকট্রিক স্কুটারটির।
এই ব্যাচে ই-স্কুটার দ্রুত গতিতে ডেলিভারি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেগুলি সংস্থার লেটেস্ট Move OS2 সফটওয়্যার আপডেট সহ আসবে। কেনার উইন্ডো কাল রবিবার মাঝরাত পর্যন্ত খোলা রাখবে ওলা। যারা আগেভাগে স্কুটারের বুকিং সেরে রেখেছিলেন, তাঁদের কাছে পৌঁছে গিয়েছে সংস্থার ই-মেইল।
Ola S1 Pro-এর রেঞ্জ ১৮৫ কিমি। ১১৫ কিমি/ঘন্টার সর্বোচ্চ গতিবেগ যুক্ত স্কুটারটি ৩ সেকেন্ডে ০-৫০ কিমি পিকআপ নিতে পারে। S1 Pro-র জনপ্রিয়তা সংস্থাটিকে ৬ মাসেরও কম সময়ে ভারতের ইলেকট্রিক টু-হুইলারের পয়লা নম্বর সংস্থায় পরিণত করেছে। গত মাসে ওলা ১২,৬৮৩টি বৈদ্যুতিক স্কুটার বিক্রি করেছে। এর ফলে এতদিন ধরে শীর্ষস্থানে থাকা হিরো ইলেকট্রিক (Hero Electric)-কেও হার মানতে বাধ্য করেছে ওলা।