ভারতের Omega Seiki Mobility নেপালে বৈদ্যুতিক যানবাহন বিক্রি করবে, কাঠমান্ডুর একটি সংস্থার সাথে জোট বাঁধল

ভারতের দুই ও তিন চাকার বৈদ্যুতিক যান নির্মাতা ওমেগা সেকি মোবিলিটি (Omega Seiki Mobility) বা ওএসএম কাঠমান্ডুর এমএডব্লিউ ভৃদ্ধি কর্মাশিয়াল ভেহিকেল (MAW Vriddhi Commecial Vehicle)-এর…

ভারতের দুই ও তিন চাকার বৈদ্যুতিক যান নির্মাতা ওমেগা সেকি মোবিলিটি (Omega Seiki Mobility) বা ওএসএম কাঠমান্ডুর এমএডব্লিউ ভৃদ্ধি কর্মাশিয়াল ভেহিকেল (MAW Vriddhi Commecial Vehicle)-এর সঙ্গে কৌশলগত অংশিদারিত্বের চুক্তি করেছে। দেশীয় সংস্থাটির ব্যাটারিচালিত ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ি নেপালে বিক্রি করতে সহযোগিতা করবে এমএডব্লিউ ভৃদ্ধি কর্মাশিয়াল ভেহিকেল।

ওমেগা একটি প্রেস বিবৃতিতে বলেছে, হিমালয়ের পাদদেশে অবস্থিত ছোট্ট প্রতিবেশী দেশটিতে ভৃদ্ধি কর্মাশিয়াল ভেহিকেলের সাথে পার্টনারশিপে প্লাস, প্লাস র‍্যাপিড, প্লাস ১২৫, প্লাস ফরেষ্ট মডেলের ইলেকট্রিক থ্রি-হুইলার এবং এবং বৈদ্যুতিক রিক্সা বিক্রি করবে তারা।

তাতে যোগ করা হয়েছে, যানবাহন বিক্রির পাশাপাশি, সংস্থার টাচপয়েন্টগুলি সার্ভিসিং সেন্টারের ভূমিকাও পালন করবে। ওমেগা জানিয়েছে, নেপালের রাস্তায় তিন দশক ধরে বৈদ্যুতিক যান চললেও বর্তমানে তা দেশের মোট যানবাহন বিক্রির ১ শতাংশ। নেপাল সরকারের একটি সমীক্ষা উল্লেখ করে তাদের দাবি, তার মধ্যে ৮০ শতাংশই হল তিন চাকার বৈদ্যুতিক গাড়ি।

নেপালে পথ চলা শুরুর প্রসঙ্গে ওমেগার তরফে বলা হয়েছে, ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এমএডব্লিউ ভৃদ্ধি কর্মাশিয়াল ভেহিকেলের গাঁটছড়া বাঁধার ঘোষণা করে আমরা খুবই আপ্লুত। এই জোটের মাধ্যমে আমরা বিভিন্ন ব্যবসাকে লাভজনক করে তুলবো, যারা লাস্ট মাইল ট্রান্সপোর্টের ক্ষেত্রে পরিবেশবান্ধব গাড়ি খুঁজছেন।