ONDC: অ্যামাজন, ফ্লিপকার্ট কে টেক্কা দিতে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম আনছে ভারত সরকার
ভারতের প্রায় ৮০% রিটেল মার্কেটই এখন অ্যামাজন (Amazon) ও ওয়ালমার্ট অধীনস্ত ফ্লিপকার্টের (Flipkart) দখলে। ফলে আমেরিকা...ভারতের প্রায় ৮০% রিটেল মার্কেটই এখন অ্যামাজন (Amazon) ও ওয়ালমার্ট অধীনস্ত ফ্লিপকার্টের (Flipkart) দখলে। ফলে আমেরিকা ভিত্তিক ই-কমার্স সাইটগুলির আগ্রাসনে দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ী তথা দোকানদারদের মাথায় চিন্তার ভাঁজ আরো গভীর হচ্ছে। এরূপ পরিস্থিতিতে, উক্ত বিদেশি অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির আধিপত্যে ইতি টানতে ভারত সরকার 'ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স' বা সংক্ষেপে ONDC চালু করার সিদ্ধান্ত নিলো। ONDC প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের একে অপরের সাথে যোগাযোগ স্থাপন এবং অনলাইনে লেনদেন করার সুবিধা দেবে বলে জানানো হয়েছে। মূলত প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে ভারতের অ্যান্টিট্রাস্ট সংস্থা অ্যামাজনের কিছু রিটেলার এবং ওয়ালমার্টের ফ্লিপকার্টে অভিযান চালানোর পরেই গত বৃহস্পতিবার এই প্ল্যাটফর্মটি নিয়ে আসার ঘোষণা করা হয়।
ONDC প্ল্যাটফর্ম ঘোষণা করলো ভারত সরকার, পরিকল্পনা সফল করতে সাহায্যের হাত বাড়ালো Infosys
ভারত সরকার ইলেকট্রনিক নেটওয়ার্কের মাধ্যমে পণ্য ও পরিষেবা বিনিময়ের জন্য একটি উন্মুক্ত বা ওপেন প্ল্যাটফর্ম প্রচারের লক্ষ্য ONDC ভাবনা বাস্তবায়িত করতে চায় বলে একটি সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে। সাথে আরো বলা হয়েছে যে, ভারতের ONDC স্কিমের লক্ষ্য ৩০ মিলিয়ন বিক্রেতা এবং ১০ মিলিয়ন ব্যবসায়ীকে অনলাইনে সংযুক্ত করা। এক্ষেত্রে, বাণিজ্য মন্ত্রক অধীনস্ত শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের (DPIIT) উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব অনিল আগরওয়ালের বিবৃতি অনুসারে, সরকার এই ওপেন নেটওয়ার্ক প্ল্যাটফর্মটি দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, ভোপাল, শিলং কোয়েম্বাটুর - এই পাঁচটি শহরে পাইলট প্রোগ্রাম হিসেবে চালু করেছে। আর উল্লেখিত এই ৫টি শহরের প্রায় ১৫০ জন খুচরা বিক্রেতা বর্তমানে ONDC এর সাথে যুক্ত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসের মধ্যে আরো ১০০টি শহরে এই স্কিম সম্প্রসারিত করার পরিকল্পনা করছে সরকার। জানিয়ে রাখি, সরকারের এই ডিজিটাল ওপেন মার্কেটের ভাবনাকে বাস্তবায়িত করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানি এগিয়ে এসেছেন।
রয়টার্সের (Reuters) রিপোর্ট অনুসারে, খুচরো বিক্রেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সমর্থকরা, দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, অ্যামাজন এবং ফ্লিপকার্ট প্ল্যাটফর্ম দুটি আকর্ষণীয় মূল্য অফার করার মাধ্যমে শুধুমাত্র কিছু বড় বিক্রেতাদের উপকৃত করছে ও
সরবরাহকারীদের (ডিস্ট্রিবিউটার) মার্জিন হ্রাস করছে। যদিও উভয় সংস্থাই এই অভিযোগকে উড়িয়ে দিয়ে, 'ভারত সরকার কর্তৃক নির্ধারিত আইন মেনে চলার' দাবি করেছে৷
সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য স্থানীয় ভাষায় অ্যাপ্লিকেশন উপলব্ধ করার ওপর অধিক গুরুত্ব দেবে সরকার। একইসাথে অ্যাপগুলি ছোট ব্যবসায়ী এবং গ্রামীণ গ্রাহকদের বিশেষভাবে প্রাধান্য দেবে বলেও জানা গেছে। এক্ষেত্রে অ্যামাজন এবং ফ্লিপকার্ট কর্তৃপক্ষের তরফ থেকে সরকারের ONDC প্ল্যাটফর্ম ঘোষণার পরিপ্রেক্ষিতে এখনো কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি।
তদুপরি সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, ONDC ইতিমধ্যেই খুচরা বিক্রেতা এবং ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাগুলির কাছ থেকে সমর্থন পেয়েছে। সর্বোপরি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) মতো ব্যাঙ্কগুলি ইতিমধ্যেই ONDC স্কিমে ২.৫৫ বিলিয়ন টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
প্রসঙ্গত, গত বছর রয়টার্স দ্বারা পরিচালিত একটি তদন্ত থেকে উঠে আসে যে, অ্যামাজন তাদের প্ল্যাটফর্মে বিগত কিছু সময় ধরে বিক্রেতাদের একটি নির্দিষ্ট গোষ্ঠীকে অগ্রাধিকার দিচ্ছে এবং ছোট ব্যবসায়িক গোষ্ঠীর সাথে পক্ষপাতিত্ব করেছে। একই সাথে শপিং সাইটটি অগ্রাধিকারপ্রাপ্ত নির্দিষ্ট গোষ্ঠীগুলিকে ভারতীয় আইন লঙ্ঘন করার জন্য ব্যবহার করেছে বলেও অভিযোগ সামনে আসে। যদিও অ্যামাজন এই অভিযোগগুলি পুরোপুরি অস্বীকার করেছে।