জঘন্য ক্যামেরা OnePlus 10 Pro ফোনের, DXOMark এর ক্যামেরা রেটিংয়ে এগিয়ে দুবছর আগের Mi 10 Pro

OnePlus ব্র্যান্ডের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে চলতি বছরের ৩১শে মার্চ ভারতে লঞ্চ করা হয়েছিল OnePlus 10 Pro।...
SUPARNA 1 May 2022 8:45 PM IST

OnePlus ব্র্যান্ডের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে চলতি বছরের ৩১শে মার্চ ভারতে লঞ্চ করা হয়েছিল OnePlus 10 Pro। যাকিনা বর্তমানে শেনজেন ভিত্তিক সংস্থাটির অন্যতম জনপ্রিয় হ্যান্ডসেট রূপে পরিচিতি পেয়েছে। এই জনপ্রিয়তার পিছনে হ্যান্ডসেটটির একাধিক দুর্দান্ত ফিচারকে দায়ী করতে হয়। তবে ফোনটির ফিচার-তালিকা উন্নত হলেও, ক্যামেরা কিন্তু কিছুটা হলেও হতাশ জনক। না, এই কথা আমারা না, বরং DXOMark তাদের সাইটে দাবি করেছে। সম্প্রতি উক্ত ক্যামেরা রেটিং ওয়েবসাইটটির গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে OnePlus এর এই নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি টপ-৫ ক্যামেরা ফোনের তালিকায় জায়গা তৈরি করতে ব্যর্থ হয়েছে। এমনকি আলোচ্য ডিভাইসটি ক্যামেরা রেটিংয়ের নিরিখে পূর্ববর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের কাছেও পরাজিত হয়েছে।

DXOMark সাইটের ক্যামেরা টেস্টে পিছিয়ে OnePlus 10 Pro, রাঙ্কিংয়ে এগিয়ে পূর্বসূরিরা

DXOMark বেঞ্চমার্কিং সাইটের ক্যামেরা টেস্টিংয়ে ওয়ানপ্লাস ১০ প্রো স্মার্টফোনটি মাত্র ১২৭ স্কোর সহ ২৭তম স্থান দখল করতে সমর্থ হয়েছে। এই ধরনের স্কোর একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য খুবই খারাপ। এই স্কোরের পর ডিভাইসটি ২০২০ সালে আগত Xiaomi Mi 10 Pro এবং ২০২১ সালে আত্মপ্রকাশ করা Vivo X60 Pro+ হ্যান্ডসেটের থেকেও রাঙ্কিংয়ে পিছিয়ে আছে। এছাড়া পূর্বে লঞ্চ হওয়া কিছু প্রিমিয়াম ফোন, যেমন - Apple iPhone 12 Pro এবং Vivo X50 Pro+ মডেলও OnePlus 10 Pro -কে হারিয়ে দিয়েছে।

DXOMark প্রদত্ত স্কোরিং দেখে, ওয়ানপ্লাসের এই ফোনে থাকা হ্যাসেলব্লাড (Hasselblad) ব্র্যান্ডিং শুধুমাত্র একটি ট্যাগ হিসেবে উপস্থিত বলে মনে হচ্ছে। কেননা বিশ্বের সবচেয়ে বিখ্যাত এই ক্যামেরা ব্র্যান্ড, ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের ক্যামেরা পারফরম্যান্স তেমন উন্নত করতে পারেনি। তবে এরপরও এই রাঙ্কিংয়ের নিরিখে আলোচ্য ডিভাইসে পূর্বসূরীদের তুলনায় যে উন্নত ক্যামেরা সেটআপ রয়েছে তা স্বীকার করতেই হয়। কেননা ক্যামেরা রেটিংয়ে OnePlus 9 Pro এবং OnePlus 8 Pro যথাক্রমে ৩৩তম এবং ৫৪তম স্থানে অবস্থিত আছে। যদিও ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের ক্যামেরা ফ্রন্ট পূর্বসূরীদের তুলনায় উন্নতমানের হলেও, একটি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের থেকে যেরূপ ক্যামেরা পারফরম্যান্স আশা করা হয়, তা প্রদানে পুরোপুরি ব্যর্থ।

প্রসঙ্গত, ক্যামেরা রেটিং সাইট DXOMark এর টেস্টিংয়ের ভিত্তিতে, বর্তমানে Honor Magic 4 Ultimate ফোনটি প্রথম স্থান দখল করে আছে। আর Huawei P50 Pro, Xiaomi Mi 11 Ultra, Huawei Mate 40 Pro+ এবং Apple iPhone 13 Pro যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানের অধিকারী।

Show Full Article
Next Story