OnePlus 10 অ্যালার্ট স্লাইডার ছাড়াই আসছে, Hasselblad ব্র্যান্ডিং সহ ফাঁস হল ছবি

OnePlus 10 নিয়ে চর্চা অব্যাহত। চলতি বছরের শুরুতে OnePlus 10 Pro লঞ্চ হওয়ার পর থেকে এই ফোনটি নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসতে থাকে। যদিও শোনা…

OnePlus 10 নিয়ে চর্চা অব্যাহত। চলতি বছরের শুরুতে OnePlus 10 Pro লঞ্চ হওয়ার পর থেকে এই ফোনটি নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসতে থাকে। যদিও শোনা যাচ্ছিল, ডিভাইসটি নাও লঞ্চ হতে পারে। এর পরিবর্তে OnePlus 10T বাজারে আসতে পারে। তবে এখন টিপস্টার, যোগেশ ব্রার OnePlus 10 ফোনটির রেন্ডার শেয়ার করেছেন। এখান থেকে ফোনটির ডিজাইন সম্পর্কে জানা গেছে।

OnePlus 10 ফোনের রেন্ডার ফাঁস

রেন্ডার অনুযায়ী, ওয়ানপ্লাস ১০ ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাবে। আবার পিছনের ডিজাইন ওয়ানপ্লাস ১০ প্রো-এর মতো। এছাড়া এই ফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ দেওয়া হবে। এই ক্যামেরাগুলি Hasselblad দ্বারা ডেভেলপ করা হবে। যদিও এতে অ্যালার্ট স্লাইডার থাকবে না।

টিপস্টার আরও বলেছেন যে, ওয়ানপ্লাস ১০ ফোনের পিছনে রিয়ার ক্যামেরাগুলি হবে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সামনে থাকবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।‌ ফোনটি ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও এইচডিআর১০ প্লাস সাপোর্ট করবে। আবার এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্লাস প্রসেসর ও ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

পাশাপাশি OnePlus 10 ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ পাওয়া যেতে পারে। আবার এটি ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.২ এনএফসি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ইউএসবি টাইপ সি পোর্ট অফার করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন