OnePlus 10 Ultra হবে সংস্থার সবচেয়ে ভালো ক্যামেরা স্মার্টফোন, থাকবে Snapdragon 8 Gen 1+ প্রসেসর

OnePlus 10 Ultra নিয়ে চর্চা অব্যাহত। কয়েক সপ্তাহ আগে এই ফোনের রেন্ডার সামনে এসেছিল। এখন আবার এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে, এই প্রিমিয়াম মডেলটি…

OnePlus 10 Ultra নিয়ে চর্চা অব্যাহত। কয়েক সপ্তাহ আগে এই ফোনের রেন্ডার সামনে এসেছিল। এখন আবার এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে, এই প্রিমিয়াম মডেলটি স্ন্যাপড্রাগন ৮ জেন ১+ চিপসেট এবং আপডেটেড ক্যামেরা ইউনিটের সাথে আসবে। যদিও ফোনটির ক্যামেরা রেজোলিউশন সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে গত মার্চ মাসে লঞ্চ হওয়া OnePlus 10 Pro ফোনের তুলনায় আল্ট্রা মডেলটি উৎকর্ষমানের ক্যামেরা অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। একই সাথে, শেনজেন ভিত্তিক উক্ত টেক সংস্থাটি সিরিজের স্ট্যান্ডার্ড মডেল OnePlus 10 এবং কয়েকটি মিড-রেঞ্জের নর্ড সিরিজের হ্যান্ডসেটের উপর কাজ করছে বলেও ইঙ্গিত দিয়েছেন টিপস্টার। পাশাপাশি, Oneplus বর্তমানে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ এসওসি সমন্বিত একটি নয়া হ্যান্ডসেট তাদের পোর্টফোলিওতে সংযুক্ত করার পরিকল্পনা করছে বলেও শোনা যাচ্ছে।

লঞ্চের আগেই ফাঁস হল OnePlus 10 Ultra স্মার্টফোনের প্রসেসর ও ক্যামেরা-কেন্দ্রিক তথ্য

ওয়ানপ্লাস ১০ আল্ট্রা ফোন সংক্রান্ত তথ্য ফাঁসের এই ঘটনার নেপথ্যে আছেন প্রখ্যাত টিপস্টার যোগেশ ব্রার। তার শেয়ার করা একটি টুইট অনুসারে, কার্যাধীন ওয়ানপ্লাস ১০ আল্ট্রা চলতি বছরের আগস্ট বা সেপ্টেম্বর মাসের কাছাকাছি সময়ে বাজারে আত্মপ্রকাশ করতে পারে। এই ফোনে ব্যবহার করা হবে আপকামিং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস প্রসেসর। আর ওয়ানপ্লাস ১০ আল্ট্রা কোম্পানির এখনও পর্যন্ত সেরা ক্যামেরা স্মার্টফোন হবে।

সংস্থাটি আল্ট্রা মডেলের পাশাপাশি সিরিজের বেস মডেল, OnePlus 10 এর উপর থেকেও এই বছর পর্দা সরাবে। সিরিজ অধীনস্ত এই স্ট্যান্ডার্ড মডেলটি – মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ বা স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট সহ আসতে পারে। যদিও ফোনটিতে ব্যবহৃত প্রসেসর ভার্সন, অঞ্চল ভেদে ভিন্ন হতে পারে। প্রসঙ্গত, সংস্থাটি ইতিমধ্যেই ভারতে OnePlus 10 Pro এবং OnePlus 10R নামের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে গত ত্রৈমাসিকে।

তদুপরি হালফিলে খবর পাওয়া গেছে যে, ওয়ানপ্লাস কয়েকটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের উপর কাজ করছে, যা সম্ভবত নর্ড লাইনআপের অংশবিশেষ রূপে আগত হতে পারে। কার্যাধীন এই নর্ড স্মার্টফোনগুলিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ বা স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর প্যাক করা হবে৷ যদিও, এই নর্ড ফোনগুলিকে ঠিক কবে লঞ্চ করা হবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে আশা করা হচ্ছে উল্লেখিত প্রত্যেকটি হ্যান্ডসেটই ২০২২ সালে আত্মপ্রকাশ করবে।

OnePlus 10 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সম্প্রতি OnePlus 10 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসে গেছে। রিপোর্ট অনুসারে, আসন্ন এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে এবং পরিবর্তনশীল রিফ্রেশ রেটের জন্য LTPO 2.0 প্রযুক্তির ব্যবহার করবে। এই স্মার্টফোনটি ৬ জিবি/৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসতে পারে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, সিরিজ অধীনস্ত এই স্ট্যান্ডার্ড মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড সেকেন্ডারি লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, বলে আশা করা হচ্ছে। একই সাথে, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার কথাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। OnePlus 10 ফোনে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন সহ ৪,৮০০এমএএইচ পাওয়ারের ব্যাটারি দেওয়া হতে পারে।