Realme GT Neo 3 vs OnePlus 10R 5G: দাম প্রায় এক, কিন্তু ফিচারে কে এগিয়ে? আপনার জন্য কোনটা বেশি উপযুক্ত, জেনে নিন

OnePlus 10R 5G এবং Realme GT Neo 3 - এই দুটি স্মার্টফোনকেই এপ্রিল মাসের দ্বিতীয় ভাগে ঘোষণা করা হয়েছিল ভারতের বাজারে। আর,...
SUPARNA 6 May 2022 2:04 PM IST

OnePlus 10R 5G এবং Realme GT Neo 3 - এই দুটি স্মার্টফোনকেই এপ্রিল মাসের দ্বিতীয় ভাগে ঘোষণা করা হয়েছিল ভারতের বাজারে। আর, উভয় মডেলই গত ৪ঠা মে থেকে ৪০,০০০ টাকা 'প্রাইজ সেগমেন্টের' অধীনে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হয়েছিল। তবে মজার বিষয় হল, Realme এবং OnePlus ব্র্যান্ডের 5G কানেক্টিভিটির সাথে আসা এই লেটেস্ট ফোনগুলির দাম যেমন প্রায় অনুরূপ, তেমনি ফিচারের দিক থেকেও একাধিক সাদৃশ্য লক্ষ করা যাবে। যেমন, দুটি হ্যান্ডসেটেই - ৬.৭ ইঞ্চির ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট, ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ১২ জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে। এমত পরিস্থিতে, প্রায় এক-সম বিশেষত্ব তথা 'প্রাইজ ট্যাগের' সাথে আসার দরুন আলোচ্য ফোন-দ্বয়ের মধ্যে কোনটিকে কেনা সর্বাধিক লাভজনক হবে তা নির্ধারণ করা এখন অনেকের পক্ষেই কঠিনসাধ্য ব্যাপার হয়ে উঠেছে। তাই আজ আমরা আপনাদের সুবিধার্থে সদ্য আগত OnePlus 10R 5G এবং Realme GT Neo 3 স্মার্টফোন দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করবো।

OnePlus 10R vs Realme GT Neo 3: দাম

ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনটি দুটি ভিন্ন চার্জিং ক্যাপাসিটি ভ্যারিয়েন্টের সাথে এসেছে। যার মধ্যে, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত মডেলের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর ওয়ানপ্লাস ১০আর ৫জি এর ১৫০ ওয়াট মডেল অর্থাৎ এনডুরেন্স এডিশনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের ৮০ ওয়াট মডেল ফরেস্ট গ্রীন ও সিয়ারা ব্ল্যাক কালারে পাওয়া যাবে। অন্যদিকে, ১৫০ ওয়াট মডেলটিকে শুধুমাত্র সিয়ারা ব্ল্যাক কালারে নিয়ে আসা হয়েছে।

রিয়েলমি জিটি নিও ৩ ফোনের দাম শুরু হয়েছে ৩৬,৯৯৯ টাকা থেকে। এই বিক্রয় মূল্য ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের। আর ৮০ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা। এছাড়া ১৫০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সঙ্গে আসা রিয়েলমি জিটি নিও ৩ ফোনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি অ্যাসফল্ট ব্ল্যাক, নিট্রো ব্লু ও স্প্রিন্ট হোয়াইট কালারে বেছে নেওয়া যাবে।

OnePlus 10R vs Realme GT Neo 3: ডিসপ্লে

ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪১২ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যা ২০:৯ এসপেক্ট রেশিও, ১০০০ নিট পিক ব্রাইটনেস, ৭২০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট অফার করে। আর ডিসপ্লের সুরক্ষার জন্য ফোনটিকে ২.৫ডি কার্ভড কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ নিয়ে আসা হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান।

রিয়েলমি জিটি নিও ৩ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৭ ইঞ্চির ২কে (2K) ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইল এবং এটি এইচডিআর১০+, ডিসি ডিমিং সাপোর্ট এবং ১,০০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। নিরাপত্তার জন্য ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

OnePlus 10R vs Realme GT Neo 3: প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

মাল্টিটাস্কিং ও ফাস্ট পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে সংস্থার নিজস্ব গ্রাফিক্স চিপ এবং অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরের সাথে থ্রিডি প্যাসিভ কুলিং টেকনোলজি যুক্ত। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ কাস্টম স্কিন পাওয়া যাবে। ফোনটি ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে।

রিয়েলমি জিটি নিও ৩ ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। রিয়েলমির লেটেস্ট হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিনে রান করে। এটিও ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং ২৫৬ পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ এসেছে।

OnePlus 10R vs Realme GT Neo 3: ক্যামেরা

ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল GC02M1 ম্যাক্রো সেন্সর। মেইন সেন্সরটি ওআইএস (OIS), ৪কে (4K) নাইট মোড প্রভৃতি সাপোর্ট করে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের Samsung ISOCELL S5K3P9SP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

অন্যদিকে, রিয়েলমি জিটি নিও ৩ ফোনের পিছনে এলইডি (LED) ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান৷ এই ক্যামেরাগুলি হল, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS), ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) ও এফ/১.৮৮ অ্যাপারচার সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১১৯-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ ম্যাক্রো শুটার৷ আর, ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল Samsung S5K3P9 ফ্রন্ট সেন্সর উপস্থিত। অর্থাৎ ক্যামেরা ডিপার্টমেন্টে ফোন দু'টি সমতুল্য বলা চলে।

OnePlus 10R vs Realme GT Neo 3: ব্যাটারি, কানেক্টিভিটি

ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ৫জি, ৪জি, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। উক্ত ফোনের ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং মডেলে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এই প্রযুক্তি মাত্র ১৭ মিনিটে ফোনের ব্যাটারিকে ১০০% চার্জ করে দেবে। আবার ফোনটির ৮০ ওয়াট ফাস্ট চার্জিং মডেলে মিলবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

রিয়েলমি জিটি নিও ৩ স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য জিটি নিও সিরিজের এই ফোনের একটি ভ্যারিয়েন্টে ১৫০ ওয়াট আল্ট্রাডার্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আবার ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ভ্যারিয়েন্টে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

উপসংহার

ফোন দু'টির স্পেসিফিকেশন ও ফিচারগুলির মধ্যে যে প্রচুর সাদৃশ্য রয়েছে, তা প্রতিবেদনটি পড়ে নিশ্চয় স্পষ্ট। পার্থক্যটা শুধু ডিজাইনে। তবে কেমন ধরনের ইউজার ইন্টারফেস বা সফটওয়্যার সাপোর্ট চান, তার উপর নির্ভর করে আপনি যে কোনও একটি ফোন চয়ন করতে পারেন। ওয়ানপ্লাসের এই হ্যান্ডসেটে ক্লিন ও ফ্লুইড ইউআই রয়েছে। এটি তিনটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট ও চার বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে। এক্ষেপ্রে রিয়েলমির মডেলটি বেশ পিছিয়ে৷ রিয়েলমি জিটি নিও ৩ দু'বছর ধরে অ্যান্ড্রয়েড সিস্টেম আপডেট এবং তিন বছর ধরে সিকিউরিটি সাপোর্ট পাবে বলে জানানো হয়েছে। আবার ওয়ানপ্লাসের তুলনায় রিয়েলমির ফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম হাজার দুয়েক কম। সেটাও বিবেচনার বিষয়।

Show Full Article
Next Story