OnePlus Ace Racing Edition ভারতে আসতে পারে OnePlus 10R Lite নামে, জানুন কারণ

চলতি মাসে চীনে লঞ্চ হয়েছে OnePlus Ace Racing Edition। এই ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স চিপসেট, ১২০...
Julai Modal 30 May 2022 4:36 PM IST

চলতি মাসে চীনে লঞ্চ হয়েছে OnePlus Ace Racing Edition। এই ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স চিপসেট, ১২০ হার্টজের এলসিডি ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এই ফোনটি শীঘ্রই ভারতেও লঞ্চ হতে চলেছে। তবে এদেশে ফোনটির নাম রাখা হতে পারে OnePlus 10R Lite। সম্প্রতি এক টিপস্টার এমনই দাবি করেছেন।

OnePlus 10R Lite নামে ভারতে আসতে পারে OnePlus Ace Racing Edition

টিপস্টার মুকুল শর্মা সম্প্রতি টুইটারে ওয়ানপ্লাস ১০আর লাইট এর একটি আইএমইআই ডেটাবেসের লিস্টিং শেয়ার করেছে। এখানে ফোনটির মডেল নম্বর PGZ110। উল্লেখ্য, এই একই মডেল নম্বর ছিল ওয়ানপ্লাস এস রেসিং এডিশন এরও।

https://twitter.com/stufflistings/status/1531127811691270146

আর তাই টিপস্টার বলেছেন যে, OnePlus Ace Racing Edition ভারতে OnePlus 10R Lite নামে লঞ্চ হতে চলেছে। জানিয়ে রাখি, OnePlus Ace মডেলটি ভারতে OnePlus 10R নামে এসেছিল। ফলে টিপস্টারের দাবি সঠিক হতে পারে।

আর সেক্ষেত্রে, OnePlus 10R Lite ফোনে থাকতে পারে ৬.৫৯ ইঞ্চির এলসিডি স্ক্রিন, যা ১,০৮০ x ২,৪১২ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ছয়-স্তরের পরিবর্তনশীল রিফ্রেশ রেট (৩০/৪৮/৫০/৬০/৯০ হার্টজ এবং সর্বাধিক ১২০ হার্টজ) অফার করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স ব্যবহার করা হবে, হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিনে রান করবে।

ক্যামেরার ক্ষেত্রে OnePlus 10R Lite অফার করবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত থাকবে। ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হবে ১৬ মেগাপিক্সেলের স্ন্যাপার। আর পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট সুপারভোক (SUPERVOOC) ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে

Show Full Article
Next Story