OnePlus 10RT ভারতে লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল, পেল BIS এর অনুমোদন
OnePlus 10RT শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস' বা BIS সার্টিফিকেশন সাইটের...OnePlus 10RT শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস' বা BIS সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে উক্ত স্মার্টফোনটিকে 'CPH2413' মডেল নম্বর সহ দেখা গেছে। জানিয়ে রাখি এই একই মডেল নম্বরের সাথে আসন্ন ডিভাইসকে পূর্বে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। যেখানে ফোনটির ক্যামেরা সহ বিভিন্ন ফিচার উল্লেখ ছিল। জানা যাচ্ছে, শীঘ্রই আগত OnePlus 10RT ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। আর সম্ভবত দুটি ভিন্ন স্টোরেজ কনফিগারেশনের সহ আসবে ফোনটি।
OnePlus 10RT লাভ করলো BIS -এর অনুমোদন
গ্যাজেট ডিসকভারি সাইট 91Mobiles -এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ওয়ানপ্লাস ১০আরটি নামের একটি নতুন স্মার্টফোন শীঘ্রই ভারতের বাজারে পা রাখতে চলেছে। এই ওয়ানপ্লাস স্মার্টফোনকে সম্প্রতি BIS সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। উক্ত সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে এই মডেলটিকে CPH2413 মডেল নম্বর সহ তালিকাভুক্ত করা হয়েছে।
OnePlus 10RT স্পেসিফিকেশন (সম্ভাব্য)
রিপোর্ট অনুসারে, ওয়ানপ্লাস ১০আরটি স্মার্টফোনকে ব্ল্যাক এবং গ্রীন কালার ভ্যারিয়েন্টে নিয়ে আসা হবে। এতে, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি AMOLED ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ডিভাইসটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে, যথা - ৮ জিবি র্যাম+১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ এবং ১২ জিবি র্যাম+২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২ কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে।
পূর্বে প্রকাশিত আরেকটি রিপোর্ট অনুসারে, OnePlus 10RT স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, যার মুখ্য সেন্সরটি - এফ/১.৮৮ অ্যাপারচার, ৮৪.৪-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর হবে। আর বাকি দুটি সেন্সর এফ/২.২৫ অ্যাপারচার ও ১১৯.৭-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং এফ/২.৪ সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স হতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া সেলফি তোলার জন্য ডিভাইসে এফ/২.৪৫ অ্যাপারচার, ৮২.৩-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ এবং EIS সমর্থন সহ ১৬ মেগাপিক্সেলের Samsung S5K3P9 ক্যামেরা দেওয়া হবে বলেও জানা গেছে।
প্রসঙ্গত, OnePlus 10RT বিদ্যমান OnePlus 10R 5G স্মার্টফোনের উত্তরসূরি হিসাবে ভারতে আসবে বলে আশা করা হচ্ছে। পূর্বসূরির তুলনায় আপডেটেড ডিজাইন এবং হার্ডওয়্যার দেখা যেতে পারে আসন্ন মডেলটিতে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ভারতে আগত ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স প্রসেসর এবং ৮০ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপলব্ধ।